নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায় করেই ছাড়বো : বি. চৌধুরী

প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮

নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায় করেই ছাড়বো : বি. চৌধুরী

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করেই ছাড়বেন বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী।

শুক্রবার সন্ধ্যায় বিকল্পধারা বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে দলের কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভায় এ কথা বলেন বি. চৌধুরী।

বি. চৌধুরী বলেন, ‘নির্বাচনের আগে সংসদ এবং প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভা ভেঙ্গে দিতেই হবে। নির্বাচনের এক মাস আগে এবং নির্বাচনের সাত থেকে ১০দিন সেনাবাহিনী মোতায়েন করতে হবে। ইভিএম দিয়ে কোনো ভোট গ্রহণ চলবে না।’

বিকল্পধারা সভাপতি বলেন, ‘আমরা কোনো স্বৈরাচারি সরকার প্রতিষ্ঠা হতে দিব না। ভারসাম্যের রাজনীতি প্রতিষ্ঠা করবো।সংখ্যাগরিষ্টতার জোরে কোনো দল যেন দেশ শাসন করতে না পারে।’

বি. চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধের বিরোধী ছাড়া যুক্তফ্রন্ট সব রাজনৈতিক দলের বৃহত্তর ঐক্য কামনা করে। আমরা বোমা মারা বা আগুন লাগানোর রাজনীতি চাই না।’
বিকল্পধারা সভাপতি  বলেন, ‘দেশে অগণতান্ত্রিক বা অসাংবিধানিক বা কোনো ষড়যন্ত্রের সরকার আসতে চাইলে আমরা রুখে দাড়াবো।’

অনুষ্ঠানে জেএসডি সভাপতি আ.স.ম রব বলেন, ‘যুক্তফ্রন্ট নির্বাচিত হলে সব দলকে নিয়ে সরকার গঠন করবে। জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হবে। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে আমরা কোনো নির্বাচনে যাবো না।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘মোটামুটি ভোট হলেও বহু আওয়ামী লীগ প্রার্থীর জামানত বাতিল হবে।’

বিকল্পধারা ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মাহবুব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট