প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির আলোচনা সভা

প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০১৮

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির আলোচনা সভা

সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, ‘মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত করেন। তিনি বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশে গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে দেশের গনতান্ত্রিক শাসন ব্যবস্থার শুরু হয়।’

বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সিলেট মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেকের পরিচালনায় নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন- ‘বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রের পরিনতি ভাল হবেনা। তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে, বিএনপিকে বাদ দিয়ে দেশে কোন জাতীয় নির্বাচনের স্বপ্ন জাতি পুরন হতে দেবে না। সময় থাকতে আওয়ামী সরকারকে সতর্ক হতে হবে।’

সভাপতির বক্তব্যে নাসিম হোসাইন বলেন- ‘দেশে একটি ইউনিয়ন নির্বাচনও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় না, সেখানে ইভিএম ভোটের নামে ভোট চুরির নতুন কৌশল জাতি মেনে নিবে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রথমইে প্রয়োজন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এ ছাড়া আওয়ামী লীগের অধীনে দেশে কোন সুষ্ঠু নির্বাচনের আশা করা কঠিন।’

নগর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আশরাফ আলীর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত আলোচনা সভায় বক্তব্য রাখেন-মহানগর সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, ফরহাদ চৌধুরী শামীম, জিয়াউল গনি আরেফিন জিল্লুর, মুফতী বদরুন নুর সায়েক, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমদ মুকুল, মাহবুব চৌধুরী, দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, প্রকাশনা সম্পাদক জাকির মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক ইউনুছ মিয়া, বিএনপি নেতা লল্লিক আহমদ চৌধুরী, মহিলাদল নেত্রী নিগার সুলতানা ডেইজী, বিএনপি নেতা মামুনুর রহমান মামুন, শেখ মু. ইলিয়াস আলী, মোতাহির আলী মাখন, মুফতী রায়হান উদ্দিন মুন্না, আক্তার রশীদ চৌধুরী, জিয়াউর রহমান দিপন, আমিনুর রশীদ খোকন, সরফরাজ আহমদ চৌধুরী, মঈনুল হক স্বাধীন, আলতাবুর রহমান বকুল, মহানগর যুবদল নেতা নেওয়াজ বখত চৌধুরী তারেক ও সাহিবুর রহমান সুজান, জেলা ছাত্রদল সভাপতি আলতাফ হোসেন সুমন ও মহানগর সভাপতি সুদীপ জ্যেতি এষ প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর উপদেষ্ঠা সৈয়দ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সাবু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ তৌফিকুল ইসলাম হাদী, মহানগর মহিলা দল সভাপতি জাহানারা ইয়াসমিন গোলাপী, মহানগর বিএনপির যুববিষয়ক সম্পাদক মির্জা বেলায়েত আহমদ লিটন, আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, মানবাধিকার সম্পাদক মুফতী নেহাল উদ্দিন, বিএনপি নেতা আব্দুল হাকিম, দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, মহিলা দল নেত্রী ফাতেমা জামান রোজী, রেহানা ফারুক শিরিন, কুহিনুর ইয়াসমিন ঝর্না, বিএনপি নেতা ডা: আব্দুল হক, শেখ মঈনুদ্দিন, শরীফ উদ্দিন মেহেদী, আব্দুস সাত্তার আমীন, মফিজুর রহমান জুবেদ, উজ্জল রঞ্জন চন্দ, মাসুক আহমদ, আব্দুস সবুর, এম. মখলিছ খান, শেখ কবির আহমদ, শাহেদ আহমদ চমন, আব্দুস সামাদ তুহেল, মাহফুজ রানা হাওলাদার, দেলোয়ার হোসেন রানা, রিহাদুল হাসান রুহেল, মাহবুব আহমদ চৌধুরী, মহানগর শ্রমিক দল সভাপতি হাজী আলকাছ মিয়া, বিএনপি নেতা আব্দুল্লাহ সফি শাহেদ, মহানগর ছাত্রদল সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান ও সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতাক্কির চৌধুরী সাকী, মহিলা দল নেত্রী রাহেলা জেরিন, ফাত্তাহ বেগম, শিখা হাওলাদার, ফরিদা বেগম চৌধুরী প্রমুখ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট