যুবদল নেতা হাবিবুর রহমানের মুক্তি লাভ

প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০১৮

যুবদল নেতা হাবিবুর রহমানের মুক্তি লাভ

সিলেট জেলা যুবদল নেতা হাবিবুর রহমান গতকাল ২৯ আগস্ট বুধবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেছেন। জামিনে মুক্তি লাভের পর কারাফটকে যুবদল নেতা হাবিবুর রহমানকে সংবর্ধনা প্রদান করে সিলেট জেলা যুবদল নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, জেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সহ প্রচার সম্পাদক আব্দুল মালেক, সিলেট সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালিক, সিলেট মহানগর বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক ও মহানগর যুবদল নেতা সোহেল মাহমুদ, সিলেট জেলা যুবদল নেতা ফরিদ উদ্দিন, সাহেদ আহমদ, মঈন উদ্দিন, মাসুম আহমদ
লস্কর, গিয়াস উদ্দিন, আব্দুস সালাম, তাজির আলী প্রমুখ।
উল্লেখ্য, ওসমানীনগর উপজেলার বড় হাজীপুর বাজারে ১৯ আগস্ট রাত ৯টায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত হয়ে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২২ আগস্ট পবিত্র ঈদুল আযহার দিন ওসমানীনগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে আদালত তাকে কারাগারে প্রেরণ করে। গতকাল ২৯ আগস্ট বুধবার জামিনে মুক্তি লাভ করেন হাবিবুর রহমান। -বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট