অবশেষে টুকের বাজার তেমুখি-বাদাঘাট সড়ক সংস্কার কাজ শুরু

প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০১৮

অবশেষে টুকের বাজার তেমুখি-বাদাঘাট সড়ক সংস্কার কাজ শুরু

অবশেষে সিলেট সদর উপজেলার তেমুখি-বাদাঘাট সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। অবসান হতে চলছে এ সড়ক দিয়ে চলাচলকারীদের দীর্ঘদিনের চরম জনদুর্ভোগ। সড়কের দুর্ভোগ থেকে বাঁচতে যানবাহন চালক ও সাধারণ যাত্রীরা একাধিকবার ধর্মঘট, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছিলেন।

মঙ্গলবার সকালে সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, ‘এ রাস্তা অনেক আগে হওয়ার কথা ছিলো। এলজিইডি ২ কোটি টাকার প্রজেক্টও গ্রহণ করেছিল। কিন্ত সড়ক ও জনপদ ৬ লেনের রাস্তা করবে বলে জায়গা অধিগ্রহণের সুপারিশ করলে সময়ক্ষেপন হয়। ফলে দুর্ভোগ বাড়তে থাকে।’

তিনি বলেন, ‘দুর্ভোগের কারণে জরুরী ভিত্তিতে এলজিইডির সাথে যোগাযোগ করে সংস্কার কাজ শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে তেমুখি পয়েন্ট থেকে বাদাঘাট সেতু পর্যন্ত সাড়ে চার কিলোমিটার সড়ক সংস্কার করা হবে। যাতে ব্যয় হচ্ছে ৩ কোটি ১১ লাখ টাকা।’

এলজিইডির নির্বাহী প্রকোশলী কে এস এম মহসিন বলেন, নভেম্বর-ডিসেম্বর নাগাদ সংস্কার কাজ শেষ হওয়ার সাথে সাথেই সড়ক ও জনপদ বিভাগকে রাস্তাটি সমজিয়ে দেয়া হবে। কারন সড়ক ও জনপদ এ রাস্তাকে ৬ লেনের রাস্তা করবে।’

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, মাস্টার আকবর হোসেন রাজা, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফজলুল করিম ফুল মিয়া, আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, মনির আলী সাবেক মেম্বার, টুকের বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলতাফ হোসেন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট