ছাত্রদল নেতা রাজু হত্যায় জড়িতদের গ্রেপ্তার করুন : সিলেট জেলা যুবদল

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০১৮

ছাত্রদল নেতা রাজু হত্যায় জড়িতদের গ্রেপ্তার করুন : সিলেট জেলা যুবদল

১৩ আগস্ট ২০১৮, সোমবার : সিলেট মহানগর ছাত্রদল নেতা ফয়জুল হক রাজু হত্যার ঘটনায় সরকারের মদদপুষ্টরা দায়ী বলে দাবী করছেন সিলেট জেলা যুবদল নেতারা । সোমবার সকালে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন বলেন- সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে সিলেট সিটি কর্পোরশেন নির্বাচনে মেয়র পদে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়ী আরিফুল হক চৌধুরীর বিজয়কে নস্যাৎ ও প্রশ্নবিদ্ধ করতে সরকারের মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক এমন ন্যাক্কারজনক হামলা ঘটানো হয়েছে। ধানের শীষের বিজয়কে ভিন্নখাতে প্রবাহিত করতে সরকারের নীল নকশা বাস্তবায়নের অংশ হিসেবেই এই ন্যাক্কারজনক হামলা ও হত্যাকান্ড সংঘটিত করা হয়েছে।

অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছে সিলেট জেলা যুবদল।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট