শিবগঞ্জে সিএনজি অটোরিক্সা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০১৮

শিবগঞ্জে সিএনজি অটোরিক্সা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সিলেট নগরীর শিবগঞ্জ পয়েন্টে একটি সিএনজি অটোরিক্সা ও ২৫ পিস ইয়াবাসহ সাইদুল ইসলাম (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শাহপরান থানা পুলিশ।

সোমবার রাত পৌনে ১টার দিকে চেকপোস্ট করাকালে তাকে আটক করা হয়।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওয়াহাব জানান, সোমবার রাত শিবগঞ্জ পয়েন্টে সিলেট-থ-১২-০৯২৮ সিএনজি গাড়ীটিকে থামার সিগন্যাল দেয়া হয়। ড্রাইভারে না থেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে। এসময় দায়িত্বরত পুলিশ ফোর্স ধাওয়া করে উপশহর ই-ব্লক মেইন রোডের হোটেল গুলবাহার এর সামনে সাইদুল ইসলামকে আটক করে। এসময় তার দুই সহযোগী এনাম আহমদ (২৬) ও ইমন প্রকাশ মনির আহমদ ইমন (২৮) পালিয়ে যায়। সাইদুল ইসলামকে চেক করে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক সাইফুল ইসলাম দক্ষিণ সুরমার বরইকান্দির মৃত দুদু মিয়ার ছেলে। পালিয়ে যাওয়া এনাম আহমদ (২৬) মোগলাবাজার থানার আলমপুরের মুত মানিক মিয়ার ছেলে এবং ইমন প্রকাশ মনির আহমদ ইমন (২৮) বরইকান্দির মুত ফারুক মিয়া ছেলে।

সাইফুল ও তার দুই সহযোগীর বিরুদ্ধে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর টেবিল ৯(খ)/২১/২৫ ধারায় এজাহার দাখিল করলে, শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-০৪ তাং-০৬/০৮/১৮খ্রি. রুজু করা হয়। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট