দাবি পূরণ না করে শিক্ষার্থীদের দমনের যে চক্রান্ত হচ্ছে তা দুঃখজনক : এরশাদ

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৮

দাবি পূরণ না করে শিক্ষার্থীদের দমনের যে চক্রান্ত হচ্ছে তা দুঃখজনক : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মহাম্মদ এরশাদ বলেছেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করতে কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো পক্ষ শিক্ষার্থীদের শিখিয়ে দেয়নি। দেশবাসীই তাদের সমর্থন দিয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দ্রুত তাদের দাবি কার্যকর না করে বরং শিক্ষার্থীদের দমনের যে চক্রান্ত করা হচ্ছে তা দুঃখজনক।

শনিবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে জাতীয় আইনজীবী ফেডারেশন কেন্দ্রীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় সড়ক মহাসড়কে যানবাহন না চললেও নিরাপদ সড়কের দাবিকে পরিবহন শ্রমিকদের কাছে মাথানত না করারও পরামর্শ দেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ। এর আগে শুক্রবার এরশাদ বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর একমাত্র বিচার মৃত্যুদণ্ড হতে পারে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট