প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালো ছাত্রলীগ

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০১৮

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালো ছাত্রলীগ

ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতারা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ।

বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে  সংগঠনটির নব নির্বাচিত সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ফুল দিয়ে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন উপস্থিত ছিলেন।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  আরো ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মো. জোবায়ের আহমেদ।

এর আগে ছাত্রলীগের নব নির্বাচিত কমিটির নেতারা রাজধানীর ধানমন্ডি ৩২- নম্বর সড়কে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট