সিসিক নির্বাচনে নৌকা মার্কার জোয়ার উঠেছে : আসাদ

প্রকাশিত: ২:৪২ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০১৮

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেছেন, সমগ্র সিলেট নগরে নৌকা মার্কার জোয়ার উঠেছে, সিলেট নগরীর সর্বস্তরের ভোটারবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীকে বিজয়ী করার জন্য। উন্নয়নের প্রতিক নৌকার বিজয় নিশ্চিত করতে সকলের প্রতি তিনি আহবান জানান।

শনিবার বিকাল ৫টার সময় আওয়ামী লীগ, শ্রমিকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের উদ্যোগে নৌকা মার্কার প্রচার পত্র বিতরণ ও গনসংযোগকালে উপরোক্ত কথা বলেন।

নগরীর চৌহাট্ট পয়েন্ট থেকে শুরু হয়ে কাজী ইলিয়াস, জিন্দাবাজার, পুরানলেন, বন্দর হয়ে কোর্টপয়েন্ট পর্যন্ত গনসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয় । এসময় উপস্থিত ছিলেন মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য শাহ আলম শাওন, সাজার আহমদসহ অন্যান্যরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট