অভিযোগ করাই বিএনপির সংস্কৃতি : কামরান

প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০১৮

‘অভিযোগ করাই বিএনপির সংস্কৃতি’-এমন মন্তব্য করে সিলেট সিটি করপোরেশন নির্বচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর আহমদ কামরান বলেছেন, ‘নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন। এসবের কোনো সত্যতা নেই।’

বুধবার দুপুরে নগরীর বাগবাড়ি এলাকায় নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগকালে এমন অভিযোগ করেন কামরান। এসময় কামরান বলেন, ‘নগরজুড়ে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ৩০ তারিখ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত।’

এর আগে মঙ্গলবার আরিফুল হক চৌধুরী অভিযোগ করেছিলেন- পুলিশ তার এজেন্টদের তালিকা চাচ্ছে। এটি পুলিশের বাড়াবাড়ি উল্লেখ করে তিনি বলেছিলেন- সিলেটে কোনো অন্যায় সহ্য করা হবে না।

আরিফের এই অভিযোগ প্রসঙ্গে বুধবার কামরানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এমন মন্তব্য করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট