অর্থমন্ত্রীর সাথে কয়লা আমদানীকারক গ্রুপ নেতৃবৃন্দের মতবিনিময়

প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৮

অর্থমন্ত্রীর সাথে কয়লা আমদানীকারক গ্রুপ নেতৃবৃন্দের মতবিনিময়

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার রাতে নগরীর ধোপাদিঘীরপাড়স্থ অর্থমন্ত্রী বাসভবন ‘হাফিজ কমপ্লেক্সে’ এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় কয়লা আমদানীকারক গ্রুপের নেতৃবৃন্দ অর্থমন্ত্রীর কাছে কয়লা আমদানীর নানাবিদ সমস্যার কথা তুলে ধরেন। নেতৃবৃন্দ সীমান্তে কয়লা ও পাথর আমদানীর ক্ষেত্রে স্থবিরতাসহ সার্বিক দিক তুলে ধরে অর্থমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন। এসময় অর্থমন্ত্রী সরকার ব্যবসায়ী প্রতি আন্তরিক উল্লেখ করে সকল সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ, সিনিয়র সহ-সভাপতি মাসুদ আহমদ চৌধুরী মাকুম, সহ-সভাপতি মো. এমদাদ হোসেন, সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি চন্দন সাহা, সাধারণ সম্পাদক আতিক হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কলন্দর আলী, সহ-সভাপতি রুহেল আহমদ, অর্থ সম্পাদক জাহাঙ্গীর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী জয়ন্ত, কার্যকরী সদস্য ফয়জুর রহমান, ব্যবসায়ী লিয়াকত আলী, জালাল উদ্দিন, সারোয়ার হোসেন সেদু, ইলিয়াস হোসেন লিপু, রাসেল আহমদ, আলমগীর হোসেন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট