সিলেটে আমির খসরু মাহমুদের সামনে ছাত্রদলের দুই গ্রুপের হট্টগোল

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, জুলাই ৯, ২০১৮

সিলেটে আমির খসরু মাহমুদের সামনে ছাত্রদলের দুই গ্রুপের হট্টগোল
৯ জুলাই ২০১৮, সোমবার : সিলেট নগরীর মেন্দিবাগস্থ রোজভিউ হোটেলের সম্মুখে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সম্মুখে সোমবার বিকালে বিক্ষোভ করেছে ছাত্রদলের পদ-বঞ্চিত নেতা-কর্মীরা। তাদের রোষানলে পড়ে সাবেক দুই ছাত্রনেতা আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
বিএনপি সূত্র জানায়, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সোমবার দুপুরে বিমানযোগে সিলেট ওসমানী বিমানবন্দরে আসেন। দলের নেতা-কর্মীরা তাকে রিসিভ করে রোজভিউ হোটেলের দিকে নিয়ে আসেন। রোজভিউ হোটেলের সম্মুখে আকস্মিক ছাত্রদলের নেতা-কর্মীরা সংগঠনের নয়া কমিটির বিরুদ্ধে নানামুখী শ্লোগান দেয়। এ সময় তাদের তোপের মুখে পড়েন সাবেক ছাত্রনেতা সাহেদ আহমদ ও আ ফ ম কামাল। খবর পেয়ে কোতয়ালী থানার ওসি মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিলেট জেলা বিএনপি’র একজন শীর্ষ নেতা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হট্টগোলের বিষয়টি স্বীকার করেন।
কোতয়ালী থানার ওসি মোশাররফ হোসেন জানান, রোজভিউ হোটেলের সম্মুখে ছাত্রদলের দুটি গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। এ সময় তাদের মধ্যে হট্টগোল হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি।
অন্য একটি সূত্র জানায়, ছাত্রদলের দুই গ্রুপের অপ্রীতিকর ঘটনার কারণে রোজভিউ হোটেলে পুলিশ আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়া অন্য নেতাদের ঢুকতে দেয়নি। এ কারণে দলের নেতারা চলে আসেন বিএনপি’র মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বাসায়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট