৫ই অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, জুলাই ৯, ২০১৮
পুরোনো ঢাকার গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে অনশনে বসেছে বিএনপি। সারাদেশে জেলা সদরেও এ কর্মসূচি পালন করছেন বিএনপির নেতা-কর্মীরা।
ঢাকার কর্মসূচিতে বিএনপি নেতা-কর্মী-সমর্থকরা মহানগর নাট্যমঞ্চের বাইরে মাদুর বিছিয়ে অনশনে বসেছেন।
সকাল ৯টা থেকে শুরু হয়েছে এ কর্মসূচি। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
পেছনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি ও তার মুক্তির দাবি সম্বলিত ব্যানার টানানো হয়েছে। নেতা-কর্মীরা স্লোগান দিয়ে তার মুক্তির দাবি জানাচ্ছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, কবির মুরাদ, আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় নেতা নাজিমউদ্দিন আলম, আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, নিপুন রায় চৌধুরীসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী সেখানে উপস্থিত রয়েছেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, কেন্দ্রীয় এই কর্মসূচিতে ২০ দলীয় জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
জোটের শরিক জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হায়দার, জাগপার আসাদুর রহমান খান আসাদ ও পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন সকালেই অনশনস্থলে এসে সংহতি জানান।
এ কর্মসূচি ঘিরে মহানগর নাট্যমঞ্চের চারপাশে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, পুরোনো ঢাকার বকশিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার জজ আদালত গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দিয়ে কারাগারে পাঠানোর পর থেকে বিএনপি তার মুক্তির দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।
এর আগে গত ১৪ ফ্রেরুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীক অনশনে বসেছিল দলটি।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D