থাইল্যান্ডের গুহা থেকে ছয়জনকে উদ্ধার, অভিযান চলছে

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, জুলাই ৮, ২০১৮

থাইল্যান্ডের গুহা থেকে ছয়জনকে উদ্ধার, অভিযান চলছে

ব্যাংকক : থাইল্যান্ডের গুহায় আটকে পড়া কিশোর ফুটবল দলের অন্তত দুজন সদস্যকে উদ্ধার করে বাইরে আনা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে এ উদ্ধার কার্যক্রমে জড়িত চিয়াং রাই স্বাস্থ্য বিভাগের প্রধান তোসসাথেপ বোনথোং জানান, চারজনকে উদ্ধার করা হয়। পরে তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

রবিবার ভোর হতেই সেখানে তাদের উদ্ধারে অভিযান শুরু হয়। গত দু সপ্তাহের বেশি সময় ধরে ১২ জন কিশোর ফুটবলার এবং তাদের কোচ সেখানে আটকে পড়েছিল। খবর বিবিসি’র

বার্তা সংস্থা রয়টার্স থাইল্যান্ডের চিয়াং রাই অঞ্চলের এক স্বাস্থ্য কর্মকর্তাকে উদ্ধৃত করে জানাচ্ছে, দুজনকে ইতোমধ্যে গুহা থেকে উদ্ধার করে বাইরে নিয়ে আসা হয়েছে।

‘দুজন ছেলেকে বাইরে আনা হয়েছে। তারা এখন গুহার কাছে একটি ফিল্ড হাসপাতালে আছে। তাদের সেখানে শারীরিক অবস্থা পরীক্ষা চলছে।’

একটি আন্তর্জাতিক উদ্ধারকারী দল এই আটকে পড়া ছেলেদের উদ্ধারে নিয়োজিত রয়েছে। এতে থাই নৌবাহিনীর সীল সদস্য এবং বিদেশি ডুবুরিরা আছে।