২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০১৮
বিলেতে প্রবাসীদের সবচেয়ে বড় সংগঠন গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকে’র চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান বলেছেন, ‘কপোতাক্ষ নদ সনেট কবিতার রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে মাতৃভূমিকে ভুলতে পারেননি, আজকের পাশ্চাত্যে সেই ব্রিটেনের মতো দেশে যান্ত্রিক সভ্যতায় সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করতে হয় তখন আমরাও বলতে পারি আমাদের সেই মাতৃভূমি সুরমা-কুশিয়ারা, খোয়াইর বিধৌত বৃহত্তর সিলেট। নাড়ীর টানে জন্মভূমির প্রতি নিজের দায়িত্ব থেকে প্রবাসীরা কাজ করে যাচ্ছেন। যার ফলশ্রুতিতে ১৯৯৩ সালে আটটি মূলনীতির উপর ভিত্তি করে বৃটেনে যাত্রা শুরু করে জিএসসি নামের এই সংগঠনটি। এ বছর সংগঠনের ২৫বছর পূর্তি হবে।’
তিনি বলেন, প্রবাসীরা বিদেশে অবস্থান করলেও দেশের মানুষের জন্য তাদের মন কাঁদে। সংবাদ মাধ্যমে মৌলভীবাজারসহ সিলেটের বিভিন্ন স্থানে বন্যার খবর শুনে তারা দুর্গতদের সহযোগিতার জন্য উদ্যোগী হন। ফান্ড সংগ্রহের ক্ষেত্রে যুক্তরাজ্যভিত্তিক ‘চ্যানেল এস’ তাদেরকে সব ধরণের সহযোগিতা প্রদান করে। তিনি বলেন, মানবতার কল্যাণের জন্যই তারা বন্যা দুর্গতদের সহযোগিতা প্রদান করছেন। তাদের এ সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
বুধবার সন্ধ্যায় নগরীর একটি হোটেলের কনফারেন্স কক্ষে সিলেট সফররত জিএসসি ইউকে’র নেতৃবৃন্দের সম্মানে সিলেটের সূধী সমাজের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার আতাউর রহমান ছাড়াও সংবর্ধিত ব্যক্তিবর্গ হলেন-জিএসসি’র ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার মাসুদ চৌধুরী, সাউথ ইস্ট রিজিওনের জয়েন্ট ট্রেজারার আবুল মিয়া, কেন্দ্রীয় প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী ও জিএসসি সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার সূফী সুহেল আহমদ।
জিএসসি ইউকে’র সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর মোহাম্মদ ফয়জুর রহমানের সভাপতিত্বে ও সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময়ে আরো অংশ নেন-সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আখঞ্জী, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, এমসি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমদ, জিএসসি সুনামগঞ্জ জেলা সভাপতি হোসেন তওফিক চৌধুরী, সিলেট স্টেশন ক্লাবের প্রেসিডেন্ট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক-সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বেগম আসমা কামরান, ব্রিটিশ টিচার্স এসোসিয়েশন ইউকে’র সাবেক সেক্রেটারী ইকবাল হোসাইন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, জিএসসি সিলেটের যুগ্ম সম্পাদক এডভোকেট জোহরা জেসমিন, জিএসসি’র সুনামগঞ্জ চ্যাপ্টারের সেক্রেটারী নুরুল ইসলাম বজলু, এমসি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি অধ্যাপক তোতিউর রহমান, সমিতির সাধারণ সম্পাদক রফিকুল হক, যুব সংগঠক এম এ নাসির সুজা, ওভারসীজ করেসপন্ডেন্টস এসোসিয়েশনের সভাপতি খালেদ আহমদ, এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, কেমুসাস-এর সাহিত্য সম্পাদক আব্দুল মুকিত অপি, চ্যানেল এস সিলেট নিউজ টিম প্রধান মঈন উদ্দিন মনজু, জিএসসি ইউকে’র সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ নজরুল প্রমুখ।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কলামিস্ট-প্রকাশক জিবলু রহমান, সাংবাদিক-কলামিস্ট এম এ জব্বার, সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ফয়ছল আলম, জিএসসি সিলেট কমিটির সহ-সাধারণ সম্পাদক এম এ কয়েছ, যুগ্ম সম্পাদক আফিকুর রহমান আফিক, সাংগঠনিক সম্পাদক আলী আহসান হাবীব, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মো. আব্দুল মান্নান, প্রচার সম্পাদক আকলিছ আহমেদ চৌধুরী, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহ আলম, ধর্ম বিষয়ক সম্পাদক দেওয়ান মাসুদ রাজা চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এম ইজাজুল হক ইজাজ, শিক্ষা বিষয়ক সম্পাদক কয়েছ আহমেদ সাগর, সাংস্কৃতিক সম্পাদক হেলাল উদ্দিন আহমদ, আন্তর্জাতিক সম্পাদক শেখ তোফায়েল আহমেদ সেপুল, যুব বিষয়ক সম্পাদক আমীন তাহমীদ, নির্বাহী সদস্য প্রকৌশলী মসহুর আলম মুন্না, শেখ ফাতেমা বেগম, শারমীন কবীর, রোটারিয়ান রওশন আরা মেহেদি, শেলী রানী দেব, নাজনীন আক্তার কণা, এম এ মতিন, এপেক্স মো. তারেক আজিজ বড়ভূইয়া, মো. আব্দুর রশিদ, সিলেটের ডাকের বালাগঞ্জ প্রতিনিধি জিল্লুর রহমান জিলু, ছাত্রনেতা এম নিজাম উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সদস্য ও সিলেটের সকালের সিনিয়র রিপোর্টার আব্দুল্লাহ আল নোমান, ফটো সাংবাদিক এইচ এম শহীদুল ইসলাম, চ্যানেল এস এর চিত্রগ্রাহক মাহমুদুর রহমান মিলন, সিলেটের সকালের রিপোর্টার মাজেদ আহমদ, সাংবাদিক আবদুল কাদির প্রমুখ।
প্রসঙ্গত, জিএসসি ইউকে’র উদ্যোগে সিলেট বিভাগের বন্যা দুর্গত বিভিন্ন জেলা ও উপজেলায় ত্রাণ বিতরণ করতে সংগঠনের চেয়ারপার্সনের নেতৃত্বে তিন সদস্যদের প্রতিনিধি দল গত রোববার সংক্ষিপ্ত সিলেট এসে পৌঁছান।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D