যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ফের একদিনের রিমান্ডে

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, জুলাই ২, ২০১৮

যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ফের একদিনের রিমান্ডে

২ জুলাই ২০১৮, সোমবার : শাহবাগ থানার নাশকতার মামলায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে ফের একদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। ২০ জুন শাহবাগ থানার এক মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১১ জুন উত্তরা বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে শাহবাগ থানা এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি করা হয়।