জাতিসংঘের মহাসচিব ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ঢাকায় আসছেন

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৮

জাতিসংঘের মহাসচিব ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ঢাকায় আসছেন

জাতিসংঘের মহাসচিব হিসেবে অ্যান্টোনিও গুতারেস এবং বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বাংলাদেশে আসছেন। রোহিঙ্গা শিবির পরিদর্শনে তারা আগামী ১ জুলাই দুই দিনের ঢাকায় আসছেন বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করেছে, বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা।

ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, দুই দিনের সফর কারে তারা রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী এএমএ মুহিতের সঙ্গে বৈঠক করবেন।

প্রসঙ্গত, রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে বিশ্ব ব্যাংক ২০০ মিলিয়ন ডলার সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে ঘটনার শুরু থেকে জাতিসংঘের মহাসচিব মায়ানমারের ভূমিকার নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে আসছে।

গত বছরের আগস্ট থেকে এ পর্যন্ত ৭ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী হিসেবে বাংলাদেশে প্রবেশ করেছে। বর্তমানে ওরা কক্সবাজারের শরণার্থী শিবিরে রয়েছে।