ঈদ বোনাসের দাবীতে সিলেটে মিছিল সমাবেশ

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, জুন ১, ২০১৮

ঈদ বোনাসের দাবীতে সিলেটে মিছিল সমাবেশ

রমজানের মধ্যে যত বেতন তত ঈদ বোনাস প্রদানের দাবীতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ৩১ মে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর সুরমা মার্কেট পয়েন্ট থেকে এক মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাদেক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাকির এর পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুরুজ আলী। বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক রমজান আলী পটু, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক আনছার আলী, সাংগঠনিক সম্পাদক সম্পাদক ইমান আলী, বন্দরবাজার আঞ্চলিক কমিটির সহ সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, তালতলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক জুয়েল আহমদ। উপস্থিত ছিলেন মোঃ সাজু মিয়া, মোঃ রাজু মিয়া, সাগর বিশ^াস, মুহিদুল ইসলাম, নাজমুল হোসেন, খোকন আহমদ, মোঃ মুমিন মিয়া, মোঃ সাহাব উদ্দিন, মোঃ আক্তার হোসেন।
পথ সভায় বক্তারা বলেন, হোটেল সেক্টরে সরকার ঘোষিত নি¤œতম মজুরি বাস্তবায়ন ও বেতনের সমপরিমাণ ঈদ বোনাস দিতে হবে। বক্তারা নিয়োগপত্র, পরিচয়পত্র, সাপ্তাহিক ছুটি ও শ্রম আইন বাস্তবায়নের আন্দোলনে সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট