রাজকীয় বিয়ের আসরে যারা অতিথি হয়ে এলেন

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, মে ১৯, ২০১৮

রাজকীয় বিয়ের আসরে যারা অতিথি হয়ে এলেন

লন্ডন : প্রিন্স হ্যারি এবং মেগান মার্কলের বিয়ের অতিথিরা উইন্ডসর কাসলে বিয়ের অনুষ্ঠানে আসতে শুরু করেছেন। আমেরিকান টক শো হোস্ট ওপরাহ্‌ ইউনফ্রে, অভিনেতা জর্জ ক্লুনি, ইদ্রিস এলবা, গায়ক জেমস ব্লান্টের মতো তারকারা রয়েছেন এই বিয়ের ৬০০ নিমন্ত্রিত অতিথির তালিকায়। বিয়ে হচ্ছে সেন্ট জর্জেস গির্জায়। খবর বিবিসি

হলিউড তারকা জর্জ ক্লুনি এবং তার স্ত্রী আমাল।

ইদ্রিস এলবা এবং তার ফিঁয়ান্সে সাব্রিনা ধৌরি।

 প্রিন্স হ্যারির দীর্ঘদিনের বন্ধু গায়ক জেমস ব্লান্ট এবং তার স্ত্রী সোফিয়া ওয়েলেসলি।

প্রিন্স হ্যারির মামা ও প্রিন্সেস ডায়ানার ভাই আর্ল স্পেন্সার। সাথে তার স্ত্রী ক্যারেন।

সাবেক ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম এবং তার স্ত্রী ভিক্টোরিয়া।