৪নং খাদিমপাড়া ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণের সময়সূচী

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, মে ৯, ২০১৮

৪নং খাদিমপাড়া ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণের সময়সূচী

৯ মে ২০১৮, বুধবার : আগামী ১৯ মে থেকে সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরন শুরু হবে । সকল ওয়ার্ডের জন্য আলাদাভাবে নির্ধারিত দিনে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আফছর আহমদ জানান, নির্ধারিত দিনগুলোতে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সদর উপজেলার হযরত শাহপরান (র.) উচ্চ বিদ্যালয়ে ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

যে ওয়ার্ডে যেদিন কার্ড বিতরণঃ

ওয়ার্ড নং ১ :
১৯ মে ২০১৮ : আলুতল, ইসলামপুর উত্তর, গোয়ালগাও চামেলীবাগ।
২০ মে ২০১৮ : জাহানপুর, মোহাম্মদপুর, সরকারি কলেজ, সিলেট টেক্সাইল মিল।
২১ মে ২০১৮ : সৈয়দপুর

ওয়ার্ড নং ২ :
২১ মে ২০১৮ : ইসলামপুর দক্ষিণ
২২ মে ২০১৮ : ইসলামপুর কলোনি, কান্দিহোতা,কৃষি ফার্ম,নুরপুর,নাথপাড়া,পূর্বভাটপাড়া।
২৩ মে ২০১৮ : পশ্চিম ভাটপাড়া, বেতারকেন্দ্র, মুগিরপাড়া, মুড়িলা, আটালু।

ওয়ার্ড নং ৩ :
২৩ মে ২০১৮ : কুশিরটুক, নয়াবস্তি, পীরেরচক।
২৪ মে ২০১৮ : মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, সোনাপুর।

ওয়ার্ড নং ৪ :
২৬ মে ২০১৮ : কালাটিকর, খাদিমপাড়া।
২৭ মে ২০১৮ : গ্যাস পাইপ লাইন, উদ্দিনের টিলা, উপজেলা উন্নয়ন কেন্দ্র, ধনকান্দি, পাঁচঘড়ি, বহর কলোনি-১, বহর কলোনি-২।
২৮ মে  ২০১৮ : বহর কলোনি হযরত শাহপরান (রাঃ), বহর দাশপাড়া, বাহুবল, বাহুবল কলোনি, মনিপুরী বস্তি।
৩০ মে ২০১৮ : লাল খাটংগী, শাহপরান (রাঃ)।

ওয়ার্ড নং ৫ :
৩০ মে ২০১৮ : ইসলামাবাদ, এ.টি.আই।
৩১ মে ২০১৮ : কল্লগ্রাম, ভাওয়ালটিলা, বহর নোয়াগাও, বি.আর.ডি.টি.আই।
২ জুন ২০১৮ : রুস্তমপুর।

ওয়ার্ড নং ৬ :
২ জুন ২০১৮ : চকগ্রাম, বালুটিকর।
৩ জুন ২০১৮ : দওগ্রাম,দলইপাড়া।
৪ জুন ২০১৮ : দাশপাড়া, হাড়পাড়া।

ওয়ার্ড নং ৭ :
৪ জুন ২০১৮ : খুনিরচক, তালেপাড়া, দেওয়ানের চক।
৫ জুন ২০১৮ : নওয়াগাও, পলিয়া, বংশীধর, ব্রাহ্মণগ্রাম, বোবারকপুর, সুরমা আদর্শ গুচ্ছগ্রাম, মাঝের গাও।

ওয়ার্ড নং ৮ :
৬ জুন ২০১৮ : কুলাউতি, কুশিরগুল, চৌধুরীপাড়া, টিকড়পাড়া, তোতারামের চক, মালিপাড়া, মাল গাও।
৭ জুন ২০১৮ : পীরেরচক, মলাই টিলা।
৮ জুন ২০১৮ : মোকামেরগুল, মোল্লার চক, শুকরার টুক।

ওয়ার্ড নং ৯ :
২৯ মে ২০১৮ : পুরানবাড়ি, শ্যামপুর, হাতুড়া।
৮ জুন ২০১৮ : কানুগুল, কেওয়া।
৯ জুন ২০১৮ : গইলাপাড়া, চুয়াবহর।

জালালাবাদ সেনানিবাস এলাকার ভোটারদের সকল স্মার্ট কার্ড ১০ জুন জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলে বিতরণ করা হবে।যথাসময়ে স্মার্ট কার্ড সংগ্রহ করার পাশাপাশি ভোটারদের একে অপরকে বিষয়টি অবহিত করার বিশেষ অনুরোধও জানিয়েছেন অ্যাডভোকেট আফছর আহমদ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট