সিলেট ও মৌলভীবাজারের ৪টি আসনের সীমানা পুনর্নির্ধারণ

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, মে ১, ২০১৮

সিলেট ও মৌলভীবাজারের ৪টি আসনের সীমানা পুনর্নির্ধারণ

সিলেট ও মৌলভীবাজারের ৪টি আসনসহ ১২ জেলার ২৫টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন এনে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সোমবার কমিশন সভায় এই তালিকা অনুমোদন এবং তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। মোট ৩০০ আসনের বাকি ২৭৫টির সীমানা অপরিবর্তিত রয়েছে।

এদিকে পূর্বে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার একাংশ নিয়ে ছিল সিলেট-৩ আসন। এবার দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলার সাথে পুরো বালাগঞ্জ উপজেলাকে এ আসনের অন্তর্ভূক্ত করা হয়েছে।

আর বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে সিলেট-২ আসন পুনর্গঠন করা হয়েছে।

অন্যদিকে কেবল মাত্র কুলাউড়া উপজেলা নিয়ে গঠন করা হয়েছে এবার মৌলভীবাজার-২ আসন। আর মৌলভীবাজার-৪ আসনটি শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠন করা হয়েছে। এ আসনটি আগে শ্রীমঙ্গল এবং কমলগঞ্জের ৪টি ইউপি ব্যতীত গঠিত হয়েছিল।