১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৮
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। গতকাল শনিবার পুলিশি বাধা, হামলা ও গ্রেফতার উপেক্ষা করে যুবদলের নেতাকর্মীরা এ বিক্ষোভ পালন করেন।
কেন্দ্রীয় যুবদলের বিক্ষোভ মিছিল : বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী যুবদল আহূত রাজধানীসহ দেশের সকল জেলা ও মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালনকালে পুলিশ ব্যাপক হামলা চালিয়েছে। কেন্দ্রীয়ভাবে যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে গতকাল মগবাজার মোড় থেকে মিছিল শুরু হয়ে রেল গেট পৌঁছলে পুলিশ মিছিলে হামলা চালিয়ে ব্যাপক লাঠিচার্জ করে। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল রিয়াদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোস্তফা জগলুল পাশা পাপেল, যুবদল দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনু, সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন। বিক্ষোভ মিছিল থেকে দক্ষিণখান থানা যুবদল সভাপতি সৈয়দ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ হোসেন, মোবারক হোসেন, মুক্তার হোসেন, মাঈনুদ্দিন, আরাফাত, রাহাত, নাজমুল, রুবেল, শাকিল, আলী হোসেন, হাবিবুল্লাহ, জাহাঙ্গীর শিকদার বাবু ও যুবদল নেতা ছবিসহ অনেককে গ্রেফতার করে।
ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ : বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুবদল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে কেরানীগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশমাতার মুক্তির দাবিতে সোগানে সোগানে উত্তপ্ত মিছিলের পর সমাবেশের বক্তব্যে বলা হয়, দ্রুত বেগম খালেদা জিয়ার মুক্তি না দিলে কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে দেশমাতাকে মুক্ত করা হবে। বিক্ষোভ মিছিলে ঢাকা জেলা যুবদলের আহবায়ক ভিপি নাজিম, যুগ্ম আহবায়ক ওয়ালিদ খান, যুগ্ম আহবায়ক ফজলুল হক বেলায়েদী, সদস্য রুবেল পাশা, আরিফুর রহমান মিন্টু, সাভার পৌর যুবদলের সভাপতি বাবুল মিয়া?, সাভার থানা যুবদলের সভাপতি গোলাম হোসাইন ডালিম, আশুলিয়া থানা যুবদলের সভাপতি রকিব দেওয়ান, সাভার থানা যুবদল সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আশুলিয়া থানা যুবদলের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান রিপন, আওলাদ হোসেন, আলমগীর হোসেন, দোহার থানা যুবদলের মিঠু বেপারী, বাচ্চু, সাভার পৌর যুবদলের যুগ্ম সম্পাদক আজাহার হোসেন, তাজেল, আব্বাসসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। : খাগড়াছড়ি: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পার্বত্য জেলা খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে যুবদল, যুবনেতা মাহবুব আলম সবুজের সভাপতিত্বে এখানে অন্যান্যের মধ্যে নেতৃত্ব দেন যুবনেতা নাছির শিকদার, কমল বিকাশ ত্রিপুরা, আমির খান ও মো. ওয়াহিদুর রহমান ওয়াসিম প্রমুখ।
সিলেট জেলা : জেলা যুবদল সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি ইকবাল বাহার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, মহানগর যুবদল নেতা আব্দুল আজিজ, জেলা যুগ্ম-সম্পাদক নিজাম জায়গীরদার,যুবদলনেতা শামীম মজুমদার, আব্দুল মালেক, হাবিবুর রহমান হাবিব ও সোহেল মাহমুদের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেট মহানগরীতে মিছিল করে জেলা ও মহানগর যুবদল।
সুনামগঞ্জ : জেলা যুবদল আহবায়ক আনসার সামীর ও যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ কায়েসের নেতৃত্বে বিক্ষোভ করেছে জেলা যুবদল।
ফরিদপুর : জেলা যুবদল সাধারণ সম্পাদক কিবরিয়া স্বপনের নেতৃত্বে ফরিদপুর শহরের বিভিন্ন সড়কে প্রতিবাদ মিছিল করে জেলা যুবদল। মিছিল শেষে সমাবেশ থেকে দলীয় প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।
বরিশাল জেলা দক্ষিণ : সংগঠনের সাধারণ সম্পাদক এড. তসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মামুন রেজা, সাংগঠনিক সম্পাদক এড. হাফিজ আহমেদ বাবলু ও যুগ্ম সম্পাদক মাওলা রাব্বী শামীমের নেতৃত্বে বরিশাল শহরে বিক্ষোভ সমাবেশ করে জেলা যুবদল। বরিশাল মহানগর : মহানগর যুবদল সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম রতন, সহ-সভাপতি মাকসুদুর রহমান মাসুদ, সাজ্জাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহান, শহিদুল ইসলাম আনিস ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পলাশের নেতৃত্বে শহরে বিক্ষোভ করে মহানগর যুবদল। :
টাঙ্গাইল জেলা : জেলা যুবদল সাধারণ সম্পাদক আশ্রাফ পেহেলীর নেতৃত্বে টাঙ্গাইল শহরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল এখানে পুলিশ ব্যাপক হামলা চালিয়ে অনেক যুবদল নেতৃবৃন্দকে আহত করে।
ময়মনসিংহ দক্ষিণ জেলা : জেলা যুবদল সভাপতি শামীম আজাদ ও সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুল আলমের নেতৃত্বে ময়মনসিংহ জেলা শহরে মিছিল করেছে জেলা যুবদল।
মৌলভীবাজার জেলা : যুবনেতা মহিবুর রহমান মুহিতের নেতৃত্বে মৌলভীবাজারে বিক্ষোভ করেছে যুবদল এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। এছাড়া জেলা বিএনপি নেতা মোশারফ হোসেন বাদশা, আবুদুস সালাম জিতু, সদর উপজেলা যুবদল আহবায়ক শামীম জাফর ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।
ময়মনসিংহ উত্তর : জেলা যুবদল সভাপতি কামরুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক সামসুর রহমান সামসু এবং সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানের নেতৃত্বে মিছিল সমাবেশ করেছে জেলা যুবদল। : রংপুর জেলা: সভাপতি নাজমুল আলম নাজু, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জেমস ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ফিরোজের নেতৃত্বে রংপুর শহরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল করেছে জেলা যুবদল।
হবিগঞ্জ জেলা : আজিজুর রহমান কাজল ও সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদের নেতৃত্বে হবিগঞ্জ শহরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল করে জেলা যুবদল।
নওগাঁ : জেলা যুবদল সভাপতি বায়েজিদ হোসেন পলাশের নেতৃত্বে শহরে মিছিল সমাবেশ করেছে জেলা যুবদল।
বরগুনা জেলা : জেলা যুবদল সভাপতি তালিমুল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রফিকুজ জামান রফিকের নেতৃত্বে বরগুনা জেলা যুবদল বিক্ষোভ সমাবেশ করে। এখানে জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক এড. আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক কে এম শফিকুজ্জামান মাহফুজ বক্তব্য রাখেন।
কুড়িগ্রাম জেলা : যুবদল সভাপতি রায়হান কবির ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদের নেতৃত্বে কুড়িগ্রাম শহরে মিছিল সমাবেশ করেছে জেলা যুবদল।
লক্ষ্মীপুর : জেলা যুবদল সভাপতি লিটনের নেতৃত্বে লক্ষ্মীপুর বিক্ষোভ হয়েছে।
জয়পুরহাট জেলা : যুবদল জেলা যুবদল সভাপতি সেলিম রেজা ডিউক, সাংগঠনিক সম্পাদক শুভ্রর নেতৃত্বে মিছিল সমাবেশ করেছে জেলা যুবদল। এখানে মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ।
চট্টগ্রাম মহানগর যুবদল : সভাপতি কাজী বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দিপ্তির নেতৃত্বে মিছিল-সমাবেশ করেছে মহানগর যুবদল।
কুমিল্লা জেলা ও মহানগর : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যৌথভাবে বিশাল সমাবেশ করে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর যুবদল। এখানে মহানগর, জেলাসহ এর আওতাধীন সকল থানা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ অংশ নেন।
এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটি, দিনাজপুর, বান্দরবান, নরসিংদী, কিশোরগঞ্জ, ভোলা, লালমনিরহাট, মেহেরপুর, চাঁদপুর, শরীয়তপুর, যশোর, খুলনা, রাজশাহী, চুয়াডাঙ্গা, নেত্রকোনা, সিরাজগঞ্জ, জামালপুর, চট্টগ্রাম দক্ষিণ, কক্সবাজার, পটুয়াখালীসহ দেশের সকল জেলায় কর্মসূচি পালিত হয়েছে। : রাজশাহী মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ: : বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সাজা ও নিঃশর্ত মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে শনিবার বেলা ১১টায় মহানগর যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট। সমাবেশ পরিচালনা করেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আলী। অন্যদের মধ্যে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, মহানগর যুবদলের সাবেক সভাপতি ওয়ালিউল হক রানা, মহানগর যুবদলের সাবেক সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইন হিকোল, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান টিটো, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন রিমন, মহানগর ছাত্রদলের ১নং যুগ্ম আহবায়ক আকবর আলী জ্যাকি ও সাংগঠনিক সম্পাদক সৌরভ। : রাজশাহী জেলা যুবদলের বিক্ষোভ: : বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সাজা ও নিঃশর্ত মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে গতকাল শনিবার বিকেলে জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল সামনের দিকে এগুতে থাকলে পুলিশ বাধা প্রদান করে। পুলিশ বাধা দেয়ায় সেখানেই তারা সমাবেশ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের মুজাদ্দেদ জামানী সুমন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুমন। : অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, পুঠিয়া যুবদলের আহবায়ক সানোয়ার হোসনে যাদু, বাঘা উপজেলা আহবায়ক সালেহ আহম্মেদ সলিম, দুর্গাপুর উপজেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম হৃদয়, গোদাগাড়ী উপজেলা সভাপতি মাহবুবুর রহমান, কেশরহাট পৌরসভার আহবায়ক শাহীন আলী, আড়ানী পৌরসভার সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, মোহনপুর যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও নওহাটা পৌরসভার যুগ্ম আহবায়ক ইফতেখারুল আমিন জনিসহ বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D