বালাগঞ্জের বড়বাঘা নদীতে দেশরত্ন শেখ হাসিনা সেতু হচ্ছে

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৮

বালাগঞ্জের বড়বাঘা নদীতে দেশরত্ন শেখ হাসিনা সেতু হচ্ছে

সিলেট-৩ আসনের এম.পি প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ভোগান্তির অবসান ঘটানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ফলে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। কাজের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহির্বিশ্বে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসাবে স্বীকৃতি পেতে সক্ষম হয়েছেন।
বুধবার বিকেলে বালাগঞ্জ উপজেলা পরিষদে রাজস্ব আয় থেকে দুই কোটি সাতষট্টি লাখ টাকা ব্যয়ে সিলেট সুলতানপুর সড়কে বালাগঞ্জ উপজেলার বড়বাঘা নদীর উপর দেশ রত্ম শেখ হাসিনা সেতু ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্যে সিলেট-২ আসনের এম.পি ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেন, সেতুটি নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন সাধিত হবে। যার ফলে মানুষের দীর্ঘদিনের দাবী পূরণ হবে। বর্তমান সরকারের আমলে দেশে যথেষ্ট উন্নয়ন হচ্ছে।
বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়ার সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মালেকের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আজগর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হক, সহকারী কমিশনার তানভীর আহমদ, বালাগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল মতিন, বালাগঞ্জ থানার ওসি এস.এম জালাল উদ্দিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, পশ্চিম গৌরীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মধু, উপজেলা আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান, আব্দুল্লাহ সিদ্দিকী, নাসির উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মুক্তার মিয়া, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হুসেন নুরু, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু, যুবলীগ নেতা ময়নুল ইসলাম ছালেক, খন্দকার ছালেহ আহমদ, তুহিন মনসুর, রফিকুল ইসলাম, টুটুল আহমদ, জিয়াউল হক পান্না প্রমুখ।
এর আগে বড়বাঘা নদীর উপর দেশ রতœ শেখ হাসিনা সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী ও সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া। দুপুরে এম.পি মাহমুদ উস-সামাদ চৌধুরী বালাগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট