‘আমার ভাইয়ের মত আর কাউকে যেন ছিনতাইকারীর হাতে প্রাণ দিতে না হয়’

প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০১৮

‘আমার ভাইয়ের মত আর কাউকে যেন ছিনতাইকারীর হাতে প্রাণ দিতে না হয়’

‘আমার ভাইয়ের মত আর কাউকে যেন ছিনতাইকারীর হাতে প্রাণ দিতে না হয়। আমার মায়ের মত আর কোন মায়ের বুক যেন খালি না হয়।’
মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শাবি অর্থনীতি এলামনাই এসোসিয়েশনের মানববন্ধনে বক্তৃতাকালে নিহত মাহিদের বড় ভাই সাঈদ আল সালাম এসব কথা বলেন। ছিনতাইকারীর হাতে নিহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৯ তম ব্যাচের মেধাবী ছাত্র মাহিদ এ সালাম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ও নিরাপদ সিলেটের দাবীতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক ছাত্রছাত্রীসহ সিলেটের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালে সংগঠনের সভাপতি ও শাবির অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাসমির রেজা’র পরিচালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নিহত মাহিদ আল সালামের বড় ভাই সাঈদ আল সালাম ও চাচা এটিএম হাসান জেবুল, জাসদ নেতা জাকির হোসেন, সিলেটের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, শাবিপ্রবি অর্থনীতি বিভাগ এলামনাই এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল রায় ও ফয়জুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ সাব্বির আহমেদ, ইস্রাফিল আলম, বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ফয়েজ উল্যা, রবিউল ইসলাম, রাজন বর্ধন, শাবি ছাত্রলীগ সহ-সভাপতি বিজিত লাল দাস প্রমুখএ
সভাপতির বক্তব্যে অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান বলেন, আমরা আশাকরি এই ঘটনার সুষ্ঠু বিচার হবে এবং ছাত্রছাত্রীসহ সিলেটবাসী এই নগরে নির্বিঘেœ চলাচল করতে পারবে। তিনি বলেন, ‘এই ধরণের ছিনতাই ধারাবাহিক ভাবে ঘটেই যাচ্ছে। আমরা আর এমন মৃত্যু দেখতে চাই না।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট