জামালগঞ্জে বেহেলী ইউনিয়নে হালির হাওরের ৫৮টি বাঁধের কাজ সমাপ্তি

প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০১৮

জামালগঞ্জে বেহেলী ইউনিয়নে হালির হাওরের ৫৮টি বাঁধের কাজ সমাপ্তি

মোঃ শাহীন আলম, সুনামগঞ্জ ।। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ দোয়া মাহফিলের মাধ্যমে বাঁধের কাজ সমাপ্তি ঘোষণা করেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান। জানাযায়, উপজেলার ১ শত পিআইসির মধ্যে বেহেলী ইউনিয়নের ৫৮টি পিআইসির কাজ ১৬ মার্চ এর মধ্যে সমাপ্ত করতে হবে তারেই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার বিকেলে হালির হাওরের কালিবাড়ী বাঁধের মধ্যে এ বাঁধের কাজ সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় অন্যান্যদে’র মাঝে উপস্থিত ছিলেন, নবগঠিত জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, উপজেলা প্রকৌশলী শিপুল কর্মকার, উপজেলা পাউবো’র শাখা কর্মকর্তা নিহার রঞ্জন দাস, উপ সহকারী প্রকৌশলী আনিসুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল হক তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান প্রদীপ কুমার মজুমদার মিনু, বেহেলী ইউপি আওয়ামীলীগের সভাপতি নির্মাল্য কান্তি রায় সশীম, সাধারন সম্পাদক সারোয়ার হোসেন, যুবলীগ সভাপতি তোফায়েল আহম্মেদ মাসুম সহ উপজেলার সুশীল সমাজ ও জামালগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি মো. শাহীন আলম, সাংগঠনিক সম্পাদক বাপ্পী বর্মন, সাংবাদিক আকবর হোসেন, সাইফু উল্লাহ, অঞ্জন পুরকায়স্থ প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, উপজেলার ১শত পিআইসির মধ্যে বেহেলী জামালগঞ্জ উত্তর ইউনিয়নের উন্নয়ন ও অনুন্নয়নের ৫৮টি পিআইসির বাঁধের কাজ সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট