বিশ্বনাথে আগুনে পুড়ল ৫টি বসতঘর, ২০ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০১৮

বিশ্বনাথে আগুনে পুড়ল ৫টি বসতঘর, ২০ লাখ টাকার ক্ষতি

Manual5 Ad Code

সিলেটের বিশ্বনাথে অগ্নিকান্ডে ৫টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৫মার্চ) রাতে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনাটি ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর সদস্যরা।
জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় রায়পুর গ্রামের আব্দুল হকের বসত ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আব্দুল হক, আসিক উদ্দিন, আব্দুল রউফ, এমরান আহমদ ও আব্দুল হান্নানের টিনসেড দালান ঘরে (বসতঘর) আগুণ ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক এলাকার লোকজন প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ৫টি পরিবারের বসতঘর ও ঘরে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুণ নিয়ন্ত্রণে আনতে গিয়ে অন্তত ৬জন আহত হয়েছেন। আহতদের নাম তাৎক্ষণিক জানা যায়নি।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫টি পরিবারের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ আব্দুল হক ও এমরান আহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code