২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০১৮
মাওলানা মুজ্জাম্মিল হক হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং আলেম উলামার উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ঈমান আক্বিদা সংরক্ষণ কেন্দ্রীয় কমিটি। শুক্রবার বিকেলে জৈন্তাপুর উপজেলার দরবস্তবাজারে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটির সভাপতি শায়খুল হাদিস আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী। মাওলানা আব্দুল জব্বার ও মাওলানা ওলিউর রহমানের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, ‘জৈন্তার মাটি আলেম উলামার ঘাটি, এখানে কোন বেদাতী, ভন্ড ও মাজার পুজারিদের স্থান দেয়া হবে না।’
বক্তারা বলেন, শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরি (রহঃ) ও আল্লামা শায়খ আব্দুল্লাহ হরিপুরী (রহঃ) সহ অসংখ্য উলামা মাশায়েখ এখানে জন্মগ্রহণ করেছেন।
বক্তারা বলেন, হত্যা ঘটনার প্রায় ১০দিন অতিবাহিত হলেও রহস্যজনক কারণে ঘাতকরা গ্রেফতার হয়নি। পুলিশের নাকের ডগায় তারা ঘোরাঘুরি করলেও তারা নিরব দর্শকের ভূমিকা পালন করছেন। ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটির নেতৃবন্দ প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,আমাদের ধৈর্যের বাধ ভেঙ্গে গেছে। অনতিবিলম্বে খুনিদের গ্রেফতার না করলে এর পরিণতি ভয়াবহ হতে পারে।
সমাবেশে সভাপতির বক্তব্যে আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী বলেন, শহিদ মুজ্জাম্মিলকে হত্যা করে ভন্ডরা ইতিহাসের সবচেয়ে নির্লজ্জ কাজ করছে। দুর্লভপুরী বলেন, আমরা খুনিদের সুষ্ট বিচার চাই, যতদিন সুষ্টু বিচার না হবে ততদিন আমাদের আন্দোলন চলবে। দুর্লভপুরী বলেন,এক হাফিজ মুজ্জাম্মিলের শাহাদতের বিনিমিয়ে বৃহত্তর জৈন্তায় ভন্ড মুক্ত হবে ইনশাআল্লাহ।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রশীদ, ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটির মহাসচিব মাওলানা হিলাল আহমদ, মাওলানা আব্দুল কাদির বাগেরখালী, মাওলানা মাহমুদুল হাসান রায়গড়ী,এডভোকেট মোহাম্মদ আলী,এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, জেলা পরিষদ সদস্য মুহিবুল হক, ভাইস চেয়ারম্যান বশির উদ্দীন, কাজির বাজার মাদরাসার শায়খুল আল্লামা আহমদ আলী, মাওলানা শামছুদ্দীন দুর্লভপুরী, মাওলানা নজরুল ইসলাম তোয়াকুলী, মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, মাওলানা আবুল হোসাইন চেয়ারম্যান চতুল ইউপি, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সাবেক চেয়ারম্যান রহমতউল্লাহ, সাবেক চেয়ারম্যান কামাল উদ্দীন, মুফতী জিল্লুর রহমান, মাওলানা নুরুল হক, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা হাফিজ আহমদ ছগীর, মাওলানা আব্দুল মালিক চিকনাগুলী, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা কবির আহমদ প্রমুখ।
কর্মসূচি ঘোষনা: আগামী ১১মার্চ জৈন্তাপুর উপজেলা সদরে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারক লিপি প্রদান। ১৮মার্চ জাফলং আমির আলী উচ্চ বিদ্যালয় মাঠে মহা সমাবেশ।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D