সিলেট জেলা ও মহানগর বিএনপির অবস্থান কর্মসূচি থেকে খালেদা জিয়ার মুক্তি দাবি

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৮

সিলেট জেলা ও মহানগর বিএনপির অবস্থান কর্মসূচি থেকে খালেদা জিয়ার মুক্তি দাবি

বৃহস্পতিবার সকালে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ১১টা থেকে এক ঘণ্টার এই কর্মসূচিতে ব্যানার-ফেস্টুন নিয়ে স্লোগান দিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়েছেন দলটির নেতা-কর্মীরা।

 সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের পরিচালনায় এ সময় অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা আলহাজ্ব এম. এ হক, কেন্দ্রীয় নেতা সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় নেতা ডাঃ শাহরিয়ার হোসেন চৌধূরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ’সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

জিয়া এতিমখানা দুর্নীতি মামলার রায়ে গত ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠয় ঢাকার একটি আদালত।

ওই রায়ের পর সিলেট জেলা ও মহানগর বিএনপি পাঁচ দফায় বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, অবস্থান, প্রতীকী অনশন, গণস্বাক্ষর সংগ্রহ, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।