২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০১৮
দক্ষিণ সুরমার বরইকান্দিতে দুপক্ষের সংঘর্ষে বাবুল মিয়া ও মাসুক মিয়া নামের দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার মোঃ আব্দুল ওয়াহাব দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মোটর সাইকেল ও বাই সাইকেলের দুর্ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
একটি সূত্র জানায়, এ ঘটনায় গুলিবিদ্ধ আরো ১৭ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্য একটি সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ৮ টায় বরইকান্দি ৩ নং রোড ও ১০ নং রোডের দুজন বাসিন্দার কথা কাটাকাটির জেরে এক দফা সংঘর্ষ হয়। এতে ৪/৫ জন আহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি দোকানও ভাংচুর করা হয়। এর জের ধরে মঙ্গলবার সকাল ১১টায় দু’পক্ষ ফের সংঘর্ষে জড়ালে এ হতাহতের ঘটনা ঘটে।
এব্যাপারে দক্ষিণ সুরামা থানার ওসি খায়রুল ফজল জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বর্তমানে ৪ প্লাটুন পুলিশ মোতায়েন রয়েছে। আসামীদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। এ রিপোর্টার লেখা পর্যন্ত কোনো পক্ষ মামলা দেয়নি বলে জানান ওসি খায়রুল ফজল।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D