১৯শে আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৯ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০১৮
শিববাড়ি রেলক্রসিংয়ে সিগন্যালম্যান নেই
সিগন্যালম্যান না থাকায় সিলেট শহরতলীর শিববাড়ি রেলক্রসিংয়ে অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান লোদী কয়েস লোদী।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে দক্ষিণ সুরমায় যান। শিববাড়ি রেলক্রসিংয়ে অতিক্রমকালে তিনি দেখতে পান, তার সামনে ট্রেন। এ অবস্থায় কোন মতে, তিনি বেকগিয়ারে পেছনে আসেন। কয়েছ লোদী জানান, মাত্র তিন সেকেন্ডের জন্য তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, সিগন্যাল দায়িত্বরত থাকলে ট্রেন আসা-যাওয়ার সময় সংশ্লিষ্ট রেলক্রসিংয়ে বাঁশ ফেলা হতো। তিনি এ ব্যাপারে রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এ ব্যাপারে গতরাতে সিলেট জিআরপি’র ওসি জাহাঙ্গীর হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Executive Editor : M A Malek
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01711912127
Design and developed by M-W-D