কামাল উদ্দিন জায়গীরদার স্মরণে আম্বরখানা স্কুল এন্ড কলেজে বিশেষ দোয়া

প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৮

কামাল উদ্দিন জায়গীরদার স্মরণে আম্বরখানা স্কুল এন্ড কলেজে বিশেষ দোয়া

২৫ জানুয়ারি ২০১৮,বৃহস্পতিবার : আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠালগ্নের ইংরেজী শিক্ষক গত ২৩ জানুয়ারি ঢাকা স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। গতকাল ২৪জানুয়ারি বুধবার আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের এসেম্বলিতে অধ্যাপক এম এ জামান মরহুমের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন। অতঃপর জনাব এম এ জামান আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফিরাত কামনা করে ছাত্রী ও শিক্ষকবৃন্দকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এমন একজন অবৈতনিক শিক্ষকের অবদানের কথা শুনে ছাত্রী, শিক্ষক, শিক্ষিকাবৃন্দ মরহুমের প্রতি পরম শ্রদ্ধা জ্ঞাপন করেন।

উল্লেখ্য যে, কামাল উদ্দিন জায়গীরদার ১৯৭২ ইং থেকে দীর্ঘদিন স্কুলটিকে একটি প্রগতির দিকে ধাবিত করেন। সিলেটের সত্যিকারের দানবীর মরহুম মহিউস সুন্নত চৌধুরীর দানকৃত ভূমির উপর প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানে কামাল উদ্দিন জায়গীরদারের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এ সময় বিশেষ দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন অধ্যাপক এম এ জামান, প্রভাষক মহরম আলী, প্রভাষক আব্দুল বাছিত, প্রভাষক রেজাউর রহমান, সিনিয়র শিক্ষক আবুল কালাম, সিনিয়র শিক্ষক হোসনে আরা চৌধুরী, সাজেদা খানম চৌধুরী, শিপ্রা দেব প্রমুখ।