বিয়ানীবাজার রোটারী ক্লাব পরিদর্শন করলেন ডিস্ট্রিক গভর্নর প্রফেসর তৈয়ব চৌধুরী

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৭

বিয়ানীবাজার রোটারী ক্লাব পরিদর্শন করলেন ডিস্ট্রিক গভর্নর প্রফেসর তৈয়ব চৌধুরী

রোটারী ক্লাব ডিস্ট্রিক গভর্নর ৩২৮২ রোটারিয়ান প্রফেসর মোঃ তৈয়ব চৌধুরী রোটারী ক্লাব অব বিয়ানীবাজার কার্যালয় গত বুধবার পরিদর্শন করেছেন। এ নিয়ে তিনি ১০০তম ক্লাব পরিদর্শন করলেন। পরিদর্শন কালে প্রফেসর মোঃ তৈয়ব চৌধুরী রোটারী ক্লাব অব বিয়ানীবাজারের মেন্ডেটরী প্রজেক্ট সেনিটেশন সহ লিটারেসি সেন্টারের ১৭তম প্রজেক্ট সময়মত বাস্তবায়ন করায় ক্লাব সদস্যদের ভ‚য়শী প্রশংসা করে এ ক্লাবকে ১০০ পয়েন্ট নম্বর দিয়ে আরো উচ্চতায় নেন। এ সময় ডিস্ট্রিক গভর্নর রোটারী ক্লাব অব বিয়ানীবাজারের প্রেসিডেন্ট মোঃ নজরুল ইসলাম এর হাতে ডিস্ট্রিক ফান্ড থেকে নগদ ১০ হাজার টাকার চেক তুলে দেন।
ডিস্ট্রিক গভর্নর রোটারিয়ান প্রফেসর মোঃ তৈয়ব চৌধুরী রোটারী ক্লাব অব বিয়ানীবাজারের দেয়া সংবর্ধনায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিয়ানীবাজার রোটারী ক্লাব কাজের মাধ্যমে মানুষের কল্যাণ করে যাচ্ছে। সেজন্য এ ক্লাবে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে সম্পৃক্ত করে ক্লাবের কার্যক্রম আগামীতে বেগবান করার উপর গুরুত্বারোপ করে তিনি বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় রোটারী ক্লাব অব বিয়ানীবাজারের নতুন মেম্বার হিসেবে ইনডেক্ট করেন ফার্স্ট লেডি রোটারিয়ান রহিমা বেগম, রোটারিয়ান জামিল হোসেন, রোটারিয়ান সুলতান আহমদকে রোটারী পিন পরিয়ে তাদেরকে বরণ করে নেন।
বিয়ানাবাজার রোটারী ক্লাবের প্রেসিডেন্ট নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিস্ট্রিক এডিশনাল সেক্রেটারী রোটারিয়ান আজিজুল হক, জোনাল লেফটেনেন্ট গভর্নর কমরেড এম এ মালিক, কো-অর্ডিনেটর রোটারিয়ান জাকির আহমদ চৌধুরী, এসিস্ট্যান্ট গভর্নর বদরুল আলম চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান গৌছ উদ্দিন খান, পিপি রোটারিয়ান সাব্বির আহমদ, আইপিপি রোটারিয়ান সালেহ আহমদ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মিজানুর রহমান, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ ফয়জুল ইসলাম সুজেল, ক্লাব সেক্রেটারী রোটারিয়ান ইমরান হোসেন দিপক, জয়েন্ট সেক্রেটারী আবু ইসহাক আজাদ, ডাইরেক্টর রোটারিয়ান কামাল হোসেন, ডাইরেক্টর রোটারিয়ান জামিল হোসেন, রোটারিয়ান রউফুল ইসলাম, রোটারিয়ান আব্দুল মতিন, রোটারিয়ান আলাল উদ্দিন, রোটারিয়ান জানে আলম, রোটারিয়ান একলাছ উদ্দিন, রোটারিয়ান শ্রী রাজ কুমার কর রাজন, রোটারিয়ান নাসির উদ্দিন, রোটারিয়ান সাব্বির আহমদ, রোটারিয়ান আবুল কালাম খোকন; স্পাউজবৃন্দদের মধ্যে ছিলেন আবিদা আক্তার, সরিফা বেগম রুমা প্রমুখ। -বিজ্ঞপ্তি

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট