ফের মিরসরাইয়ে খালেদার গাড়িবহরে হামলা

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৭

ফের মিরসরাইয়ে খালেদার গাড়িবহরে হামলা

ফেনীর পর এবার মিরসরাইয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এই হামলার ঘটনা ঘটে। এর আগে ফেনীর মহিপালে হামলার ঘটনার পর ফেনী সার্কিট হাউসে ঘণ্টাখানেক বিশ্রাম নেন খালেদা জিয়া। বিশ্রাম শেষে ফের কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হলে মিরসরাইয়ে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এসময় হামলায় বেসরকারি টেলিভিশন এনটিভির গাড়ি ভাঙচুর করা হয়। এতে এনটিভির সিনিয়র রিপোর্টার হাসান মাহমুদ, ব্রডকাস্টার আবু সাইদ ক্যামেরাম্যান তাপস আহত হন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এই হামলার ঘটনাটি নিশ্চিত করেন।