পরিস্থিতি বিবেচনায় বিচারপতি ওয়াহ্হাবকে প্রধান বিচারপতির অনুরূপ দায়িত্ব দেয়া হয়েছে : আইনমন্ত্রী

প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৭

পরিস্থিতি বিবেচনায় বিচারপতি ওয়াহ্হাবকে প্রধান বিচারপতির অনুরূপ দায়িত্ব দেয়া হয়েছে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পরিস্থিতি বিবেচনায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে প্রধান বিচারপতির অনুরূপ দায়িত্ব দেয়া হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে আইনমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

এর আগে শনিবার সংবাদ সম্মেলনে উপস্থিত হতে সাংবাদিকদের কাছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে শনিবার একটি আমন্ত্রণপত্রও পাঠানো হয়।

মূলত দেশ ছাড়ার আগে প্রধান বিচারপতি সিনহার লিখিত বক্তব্যের জবাব দিতেই এই সংবাদ সম্মেলন ডাকা হয়।

এর আগে শনিবার দুপুরে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দেওয়া দুটি চিঠির বিষয়ে আওয়ামী লীগের যৌথ সভায় পর্যালোচনা হবে। সেখানে আইনমন্ত্রী আনিসুল হককে ডাকা হয়েছে। এরপর দলের বক্তব্য দেওয়া হবে।