সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে প্রধান তথ্য কর্মকর্তা’র সৌজন্য সাক্ষাত

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৭

সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে প্রধান তথ্য কর্মকর্তা’র সৌজন্য সাক্ষাত

সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার। এসময় তার সাথে ছিলেন, রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব ইমরানুল হাসান, পিআইডি’র উপ-প্রধান তথ্য অফিসার মাসুদা খাতুন, সিলেট বিভাগীয় তথ্য কর্মকর্তা জুলিয়া যেসমিন মিলি, হবিগঞ্জ জেলা তথ্য অফিসার মো. সালাউদ্দীন, সিলেট জেলা তথ্য অফিসের সহ তথ্য অফিসার আব্দুস সাত্তার, সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইশতিয়াক ইমন।

জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেলের পরিচালনায় মতবিনিময়কালে কামরুন নাহার সাংবাদিকতা সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন- সরকার সাংবাদিক বান্ধব। প্রতিটি জেলায় একটি করে তথ্য কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে কাজ এগিয়ে নিচ্ছে। যেখানে সাংবাদিকরা সবরকমের আধুনিক সুযোগ সুবিধা পাবেন। যেখানে থাকবে আঞ্চলিকভাবে প্রশিক্ষণের ব্যবস্থা। প্রধান তথ্য কর্মকর্তা পরে সিলেট জেলা প্রেসক্লাবের কার্যক্রম সম্পর্কে খোজখবর নেন। সিলেটের সাংবাদিকতা সম্পর্কে খোঁজখবর নেন।

সভায় সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মঈন উদ্দিন, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক, ফয়সল আহমদ মুন্না, দপ্তর সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ।

আরোও উপস্থিত ছিলেন জেষ্ঠ্য সাংবাদিক ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান আল আজাদ, দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার প্রধান সম্পাদক লিয়াকত শাহ ফরিদী, ইউএনবির সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীন, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার মুকিত রহমানী, বাংলানিউজের স্টাফ করেসপনডেন্ট নাসির উদ্দিন, সিলেটভিউ২৪ডটকম’র আলোকচিত্রী সুব্রত দাশ, দৈনিক সিলেটের দিনরাতের সম্পাদক মুজিবুর রহমান ডালিম, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আজমল খান, বৈশাখী টিভির সিলেট প্রতিনিধি মইনুল হাসান টিটু, এটিএন বাংলা ইউকের সিলেট প্রতিনিধি শফিকুল ইসলাম শফি, ভোরের কাগজের সিলেট প্রতিনিধি ইয়াহইয়া মারুফ, সিলেটভিউ২৪ডটকম’র স্টাফ রিপোটার পিংকু ধর, সিলেট সংলাপের আলোকচিত্রী আনোয়ার আনোয়ার হোসেন, সিলেটভিউ২৪ডটকম’র স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম কামাল, দিব্য জ্যোতি সী, সবুজ সিলেটের আলোকচিত্রী মিটু দাস জয়, সহযোগী সদস্য দৈনিক আমাদের অর্থনীতির সিলেট প্রতিনিধি মোকলেছুর রহমান প্রমুখ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট