৭ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০১৭
সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন কোম্পানীগঞ্জ রোডের এডভ্যাঞ্চার ওয়ার্ল্ড’র সামন থেকে রোববার বিকেলে গোয়েন্দা পুলিশের সদস্যরা আমাদানী নিষিদ্ধ দুই বিড়ি ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আমদানী নিষিদ্ধ বিড়ি ও ব্যবসার কাজে ব্যবহৃত দুটি প্রাইভেট কার জব্দ করা হয়। আটককৃতরা হচ্ছে- লিয়াকত আহমদ (২৬) ও কয়েছ আহদ (২০)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মূসা এক বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এডভেঞ্চার ওয়ার্ল্ডের সামনে অভিযান পরিচালনা করে ১ লাখ ৬০ হাজার ভারতীয় নাসির উদ্দিন বিড়ি ও দুটি প্রাইভেট কার জব্দ করা হয়। উদ্ধারকৃত বিড়ির বর্তমান বাজার মূল্যে ৯ লাখ ৫০ হাজার। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সিলেট এয়ারপোর্ট থানয় নিয়মিত মামলা রুজু করা হবে বলে বিজ্ঞপিÍতে জানান মূসা।
EDITOR & PABLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Executive Editor : M A Malek
UK Correspondent : Moheuddin Alamgir USA Correspondent : Abul Kashem Murshed
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01711912127
Design and developed by M-W-D