নির্বাসনে গেলে রাজনীতিতে ফেরার সুযোগ পাবে না বিএনপি : হাছান মাহমুদ

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৭

নির্বাসনে গেলে রাজনীতিতে ফেরার সুযোগ পাবে না বিএনপি : হাছান মাহমুদ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি করে বিএনপির কোন লাভ হবে না। কারো আবদার পূরণে নির্বাচনকালীন সরকারের ক্ষেত্রে সংবিধানের একচুল ব্যতয় করা হবে না। এতে বিএনপি নির্বাচনে যাবে, নাকি জনগণের কাছ থেকে নির্বাসনে যাবে সেটা তাদের ব্যাপার। তবে এবার নির্বাসনে গেলে আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ পাবে না।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের ৯১তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ আরো বলেন, চিকিৎসা নয় ষড়যন্ত্রের উদ্দেশ্যে লন্ডন গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি রমজানের সময় প্রতিদিন বলতেন ঈদের পরে আন্দোলন শুরু হবে। আন্দোলন করার জন্য তিনি লন্ডনে চলে গিয়েছেন। অনেকে বলছে, তিনি আর ফেরত আসবে কি না সন্দেহ আছে।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে। সুষ্ঠু একটা নির্বাচন হবে এটাকেই বিএনপি ভয় পায়। তার জন্যই এত ষড়যন্ত্র এত কথাবার্তা এবং নিবার্চন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা।