খালেদা লন্ডনে কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন জানি : হাছান মাহমুদ

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০১৭

খালেদা লন্ডনে কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন জানি : হাছান মাহমুদ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন সফরে তার ছেলে তারেক রহমান ছাড়াও অন্য অনেকের সঙ্গে দেখা করতে যাচ্ছেন আর এদের পরিচয় তিনি জানেন বলে দাবি করেছেন। বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ।

শুক্রবার দুপুরে রাজধানীতে জাতীয় গণতান্ত্রিক লীগের এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

হাসান মাহমুদ বলেন, দেশে ফিরে খালেদা জিয়া আগের মত নাশকতা করলে রাজনীতি থেকে চির বিদায় নিতে হবে তাকে।

শনিবার লন্ডন সফরে যাচ্ছেন খালেদা জিয়া। এই সফরে লন্ডনে তারেক রহমানের সঙ্গে আলোচনা করে দলীয় বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

হাসান মাহমুদ আরো বলেন, তিনি যখন বিদেশ যান তখন একটা প্রেসক্রিপশন নিয়ে আসেন এবং সন্ত্রাসবাদ চালান। এইবার যদি বিশৃঙ্খলা করেন তাহলে এদেশের মানুষ দাঁতভাঙ্গা জবাব দেবে। রাজনীতির চিরবিদায় দেবে।’

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট