এমসি কলেজ ছাত্রাবাস ভাংচুরের প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০১৭

এমসি কলেজ ছাত্রাবাস ভাংচুরের প্রতিবাদে সড়ক অবরোধ

সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে ছাত্রলীগের হামলা ও ভাংচুরের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরীর টিলাগড়ে সড়ক অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা। এসময় পুলিশ প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের হস্তক্ষেপে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। পরে সাধারণ শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন পালন করে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এমসি কলেজ ছাত্রলীগের বিবাদমান দু’গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলেজ ছাত্রাবাসে প্রবেশ করে ৩৯টি কক্ষে রড, হকিস্টিক, অগ্নেয়াস্ত্রসহ ভাংচুর চালায়। এসময় কাচের দরজা ও জানালায় ব্যাপক ভাংচুর করে টিটু গ্রুপের ছাত্রলীগ কর্মীরা।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট