তথ্য প্রযুক্তি আইনের মামলায় আলোচিত ব্যবসায়ী ফেনু কারাগারে

প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০১৭

তথ্য প্রযুক্তি আইনের মামলায় আলোচিত ব্যবসায়ী ফেনু কারাগারে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় সিলেটের আলোচিত ব্যবসায়ী রফিকুল ইসলাম ফেনুকে কারাগারে পাঠিয়েছে আদালত। অভিযুক্ত ফেনু সিলেটের অন্যতম ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের একজন।

বৃহস্পতিবার সকালে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক সাইফুল ইসলামের আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

গত মে মাসে ফেনুর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলাটি (নং ১১) দায়ের করেন ব্যবসায়ী হেলাল উদ্দিন। এর আগে পাওনা টাকা আদায়ে সহযোগীতা চেয়ে সিলেটের জেলা প্রশাসক বরাবরে একটি আবেদন করেছিলেন হেলাল উদ্দিন।

মামলার এজাহারে জানা যায়- রফিকুল ইসলাম ফেনু বাদীর বাদীর মালিকানাধীন সফাত উল্লাহ ফিলিং স্টেশন থেকে নগদে-বাকিতে পেট্রোল, ডিজেল, মবিল নিয়েছেন। লেনদেনের এক পর্যায়ে ফেনুর কাছে ৮৬ লাখ ৬২ হাজার ৮২৭ টাকা বকেয়া টাকা আটকা পড়ে। কিন্তু এ টাকা পরিশোধ করতে তিনি নানারকম ছলচাতুরির আশ্রয় নিয়ে উল্টো আত্মৎসাতের চেষ্টা করেন।

এ বিষয়ে হেলাল উদ্দিন গত ১৭ ফেব্রুয়ারি জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়রি (নং-৮৬৮) করেন। ডায়রির কথা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে গত ২ মার্চ রাতে ফেনু হেলালের ব্যবসা প্রতিষ্ঠান সফাত উল্লাহ ফিলিং স্টেশন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজ নামীয় আইডি দিয়ে একটি ভিডিও বার্তার মাধ্যমে কুরুচীপূর্ণ বক্তব্য প্রদান করেন। যা পরের দিন সকালে হেলালের দৃষ্টিগোচর হয়। এরই প্রেক্ষিতে তিনি তথ্য প্রযুক্তি আইনে মামলাটি দায়ের করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট