অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে সিলেটে চার ফার্মেসিকে জরিমানা

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, জুলাই ৫, ২০১৭

অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে সিলেটে চার ফার্মেসিকে জরিমানা

সিলেট নগরীতে অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে চার ফার্মেসিকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে অনুমোদনহীন ওষুধ গুলোও জব্দ করা হয়।
বুধবার দুপুরে নগরীর বন্দরবাজার ও দক্ষিণ সুরমায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এসময় বন্দরবাজারের আল হেরা ফার্মেসি থেকে ৪০ হাজার টাকার অনুমোদনহীন ওষুধ জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা এবং মেসার্স এ কে পাল ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া দক্ষিণ সুরমায় জালালাবাদ ড্রাগ হাউজকে ৪ হাজার টাকা জরিমানা এবং সেলিম ফার্মেসি থেকে ৫০ হাজার টাকার অনুমোদনহীন ওষুধ জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকি, সুনন্দা রায়, শেখ জাহিদ হাসান প্রিন্স ও ড্রাগ সুপার রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট