রিজভী প্যাথলজিকেল লায়ার : ওবায়দুল কাদের

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, জুন ২১, ২০১৭

রিজভী প্যাথলজিকেল লায়ার : ওবায়দুল কাদের

বিএনপির যুগ্ম মহাসিচব রুহুল কবির রিজভী প্রসঙ্গে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘উনি বসে বসে শুধু মিথ্যা কথা বলেন। ওনাকে রাখাই হয়েছে মিথ্যা কথা বলার জন্য। উনি প্যাথলজিকেল লায়ার।’

বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় মহাসড়কের যানজট পরিস্থিতি ও রাস্তা সংস্কার কাজ পরিদর্শন এবং হাইওয়ে পুলিশের কন্ট্রোল রুম উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপি এদেশে গুম খুনের সংস্কৃতি চালু করেছে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘দেশবাসী সব জানে। কারা এদেশে আগুন সন্ত্রাস চালায় তা সবারেই জানা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতে এখনো ২১ হাজার নেতাকর্মীর রক্তের দাগ লেগে আছে।’

এবারের ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নিরাপদ করতে সরকার সব ধরনের প্রয়াস চালিয়ে যাচ্ছে বলেও জানান সড়ক পরিবহন মন্ত্রী।

এসময় দায়িত্বে অবহেলার জন্য গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডি. এ.কে.এম.নাহীন রেজা ও মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মহিবুল হককে শোকজ করা হয়।