১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, জুন ২১, ২০১৭
বিগত সরকার বিরোধী আন্দোলনে গুম-খুনের শিকার নেতাকর্মীদের স্মরণ করে কাঁদলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ভবিষ্যতে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হলে গুম-খুনে জড়িত র্যাব-পুলিশ সদস্যদের বিচার করার আশ্বাসও দেন তিনি।
রাজধানীর গুলশানে ‘হোটেল লংবিচ’-এ গুম-খুন হওয়া নেতাকর্মীদের পরিবারের স্বজনদের নিয়ে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
ইফতারের আধঘণ্টা আগে অনুষ্ঠানস্থলে যান খালেদা জিয়া। তিনি টেবিলে টেবিলে ঘুরে আমন্ত্রিত পরিবারগুলোর সঙ্গে কুশল বিনিময় করেন। গুম-খুন হওয়া পরিবারের সদস্যরাও খালেদা জিয়াকে কাছে পেয়ে স্বজনদের ফিরে পাওয়ার আকুতি জানান। অনেকে এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন।
এ সময় খালেদা জিয়া তাদের প্রতি সমবেদনা জানিয়ে খালেদা জিয়া বলেন ছাত্রদল, যুবদল, বিএনপির যারা গত কয়েক বছর ধরে নিখোঁজ রয়েছে তারা কীভাবে আছেন, তা আমরা কিছুই জানি না। আপনারা যে আশায় আছেন- আপনাদের স্বজনরা একদিন ফিরে আসবে, আমরাও সেই আশায় আছি। আবার তারা ফিরে এসে আপনাদের মা, বাবা, ভাই-বোন, স্ত্রী, ছেলে-মেয়েদের আদর করবে ঠিক একইভাবে আমাদের দলে ফিরে নেতাকর্মীদের সঙ্গে মিলেমিশে আমাদের আপন হয়ে থাকবে। এর পরই ভারি হয়ে আসে বিএনপি চেয়ারপারসনের কণ্ঠ। অঝোরে কাঁদতে থাকেন তিনি।এ সময় উপস্থিত দলের নেতাকর্মী ও নিখোঁজ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন। তৈরি হয় শোকাবহ পরিবেশ।
কান্নাজড়িত কণ্ঠে খালেদা জিয়া বলেন, স্বজন হারানোর ব্যথা আমি বুঝি। আপনারা দেখেছেন আমার সন্তান হারিয়েছি। ক্রসফায়ারের ঘটনাকে দুঃখজনক আখ্যায়িত করে তিনি বলেন, একটি নিরীহ ছেলেকে কথা নেই, বার্তা নেই স্বজনদের সামনে থেকে ধরে নিয়ে গিয়ে গুলি করে মেরে ফেলবে। এটা খুবই দুঃখজনক। বিচার ছাড়া কাউকে গুলি করে মেরে ফেলবে- এটা আগে কখনও হয়নি। এই সরকার খুনি, এরা গুপ্ত হত্যাকারী, এরা জালিম। আমরা আল্লাহর কাছে দোয়া করবো- তিনি যেন এর বিচার করেন। দুনিয়াতেই যেন এর বিচার আপনারা দেখে যেতে পারেন। ভব্যিষতে যেন এই ধরনের কাজ করতে কেউ সাহস না পায়। নিখোঁজ নেতাকর্মীরা যেখানেই আছেন আল্লাহ যেন তাদের ভালো রাখেন।
বিএনপি চেয়ারপারসন বলেন, আমরা বিরোধী দলে আছি। আমাদের প্রত্যেকের ওপর মিথ্যা মামলা, নানা নির্যাতন চলছে। দলের ত্যাগী নেতাকর্মীদের গুম ও খুন করছে। তাদের প্রধান উদ্দেশ্য হলো বিএনপিকে দুর্বল ও ধ্বংস করা। গুম-খুনের সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা বাহিনী সদস্য ও ক্ষমতাসীন দলের ক্যাডার, ওদের বিচার করা হবে এমন মন্তব্য বিএনপি চেয়ারপারসন বলেন, ভবিষ্যতে দেশে গণতন্ত্র ফিরে আসলে আমরা অবশ্যই তাদের (গুম হওয়া নেতাকর্মী) খোঁজ করব।
আর যারা এই অন্যায় কাজগুলো করেছে তাদের কোনো দিন ক্ষমা করা হবে না। তাদের বিচার একদিন না একদিন হবে।
তিনি বলেন, স্বজনদের আমরা ফিরে না পেতে পারি। কিন্তু বিচারটা পেলেও অন্তত শান্তি পাওয়া যাবে। আমরা আল্লাহর কাছে দোয়া করব যাতে তাদের আত্মা শান্তি পায়।
খালেদা জিয়া অভিযোগ করেন, ২০১৩ সালে বিএনপির আন্দোলন দমনের জন্য সরকার গুম-খুন করেছে। কিন্তু তারপরও মানুষ ২০১৪ সালে নির্বাচনে ভোট না দিয়ে এর প্রতিবাদ জানিয়েছে। খালেদা জিয়া বলেন, বিএনপিকে ধ্বংস করাই সরকারের টার্গেট। ভালো ভালো যুবক ছেলেরা বিএনপিতে আসছে। এটাও আওয়ামী লীগের হিংসার কারণ। তারা চায় কীভাবে বিএনপিকে ধ্বংস করা যায়।
অনুষ্ঠানের শুরুতেই নিখোঁজ স্বজনদের কয়েকজন স্মৃতিচারণ করে কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। অনুষ্ঠান শেষে আন্দোলনে গুম-খুনের শিকার পারিবারের সদস্যদের হাতে ঈদ উপহার ও আর্থিক সহয়তা তুলে দেন খালেদা জিয়া। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাসসহ বিএনপি নেতা ও বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D