২০শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০১৭
আদর্শ সমাজ গঠনে আদর্শিক মানুষ প্রয়োজন। রামাযান সিয়াম সাধনার মাধ্যমে মানুষের আত্মিক ও নৈতিক মান উন্নয়ন করে। আজ সমাজ, দেশ ও আন্তর্জাতিক পরিমন্ডলে যে অস্থিরতা বিরাজ করছে তার একমাত্র কারণ মানুষের নৈতিক মানের পদস্খলন। আত্মিক ও নৈতিক মান উন্নয়ন করতে হলে কোরআন ও রাসূল (সঃ) এর সুন্নার আলোকে প্রত্যেকটি মানুষের জীবনকে সাজাতে হবে। রামাযান আমাদেরকে সে শিক্ষাই দেয়। ব্যক্তি জীবন থেকে নিয়ে রমযানের শিক্ষাকে কাজে লাগাতে পারলে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক জীবনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। খেলাফত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ১৯৮৯ সালের ০৮ ডিসেম্বর হতে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতিনিধিত্বের জন্য আলেম-উলামা, দ্বীনদার বুদ্ধিজীবী, শিক্ষাবীদ ও সর্বশ্রেণীর জনসাধারণকে সম্পৃক্ত করে খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে।
খেলাফত মজলিস সিলেট মহানগর আয়োজিত ‘‘আদর্শ সমাজ গঠনে রামাযানের তাৎপর্য’’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সংগঠনের সিনিয়র নায়েবে আমীর ভাষাসৈনিক অধ্যক্ষ মোহাম্মদ মাসউদ খান।
নগর সভাপতি অধ্যাপক মুহাম্মদ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের নায়েবে আমীর প্রিন্সিপাল হাফিজ মাওঃ মজদুদ্দিন আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, খেলাফত মজলিসের কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কে.এম নজরুল ইসলাম।
সোমবার নগরীর ইউনাইটেড কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সম্মিলন হয়।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে যারা ছিলেন- আসাদ উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক সিলেট মহানগর আওয়ামীলীগ, সাবেক কাউন্সিলর সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা আব্দুল খালিক, সিলেট জেলা আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারী অধ্যাপক জাকির হোসাইন, এডভোকেট আব্দুল হাই কাইয়ূম সাধারণ সম্পাদক জাতীয় পার্টি সিলেট মহানগর, মুফতি ফয়জুল হক জালালাবাদি সভাপতি ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর, মাওঃ জহুরুল হক, প্রিন্সিপাল মাওঃ মাহমুদুল হাসান সহ-সভাপতি সিলেট মহানগর জমিয়ত, মাওঃ আলী নূর ভারপ্রাপ্ত সেক্রেটারী সিলেট মহানগর জমিয়ত, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, খেলাফত মজলিস নেতৃবৃন্দের মধ্যে যারা উপস্থিত ছিলেন- সিলেট মহানগর সহ-সভাপতি ডাঃ আবু হাসিন,শাহ আশিকুর রহমান, আব্দুল হান্নান তাপাদার, মোঃ একরামুল হক, অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান, মাওলানা রওনক আহমদ, সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, জেলা সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক ফজর আলী, মহানগর সহ-সাধারণ সম্পাদক আহমদ সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাবেদুল ইসলাম চৌধুরী, প্রশিক্ষন সম্পাদক ডাঃ এম.এফ হক, সহসাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা হামিদুর রহমান আশরাফ, প্রকাশনা সম্পাদক মাসুদ আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাহান কাবর ডালিম, দাওয়া সম্পাদক মাওলানা নূরুল ইসলাম চৌধুরী, পেশাজীবী সম্পাদক নজরুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন, প্রচার সম্পাদক মুহাম্মদ ইসহাক।
সামাজিক নেতৃবৃন্দের মধ্যে যারা ছিলেন- কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী দল সিলেট মহানগর সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সার্ক ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ রোটারীয়ান মুহাম্মদ মুহিউদ্দিন ফারুক, গভর্ণিং বডির সদস্য জাকির হোসাইন, সওদাগরটুলা সামাজিক সংগঠনের সাবেক সভাপতি বাবর আহমদ, নিউ ওরিয়েন্টাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাওঃ আবুল কালাম আজাদ।
সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে যারা ছিলেন- দৈনিক জালালাবাদের ভারপ্রাপ্ত সম্পাদক আজিজুল হক মানিক, দৈনিক সিলেট বাণী নির্বাহী সম্পাদক মুহাম্মদ আব্দুল হান্নান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল, দৈনিক সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার ফায়জুর রহমান, দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক মামুন হাসান, দৈনিক সিলেটের ডাকের ফটো সাংবাদিক জাবেদ আহমদ।
ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে যারা ছিলেন- বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ শাহিন, সিলেট পূর্ব জেলা সভাপতি বিলাল আহমদ চৌধুরী, পশ্চিম জেলা সভাপতি সৈয়দ আদনান জাবির, ছাত্র জমিয়ত সিলেট মহানগর সহ-সভাপতি বেলাল আহমদ চৌধুরী, আবুতাহের মিসবাহ সেক্রেটারী ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা নেতা রুবেল আহমদ, শহিদ খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর নির্বাহী সদস্য ও দক্ষিন সুরমা থানা সভাপতি মাওলানা আজমত উল্লাহ কাসেমী, শাহপরান পূর্ব থানা সভাপতি তৌফিকুল ইসলাম সাব্বির, কতোয়ালী পশ্চিম থানা সভাপতি মাওলানা খায়রুল ইসলাম, কতোয়ালী পূর্ব থানা সভাপতি মাওলানা আলী খান, বিমানবন্দর থানা সভাপতি জুবায়ের আহমদ, শ্রমিক মজলিস মহানগর সেক্রেটারী খান কামরুজ্জামান প্রমুখ।
EDITOR & PABLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Executive Editor : M A Malek
UK Correspondent : Moheuddin Alamgir USA Correspondent : Abul Kashem Murshed
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01711912127
Design and developed by M-W-D