খালেদা জিয়ার ‘চেয়ারপারসন’ পদ হারিয়ে যাবে : হাসান মাহমুদ

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, জুন ১২, ২০১৭

খালেদা জিয়ার ‘চেয়ারপারসন’ পদ হারিয়ে যাবে : হাসান মাহমুদ

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে দলের চেয়ারপারসনের পদ হারাতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

হাসান মাহমুদ বলেন, বিএনপির নেতাকর্মীরা নির্বাচনে অংশ নিতে চায়। কিন্তু খালেদা জিয়া চান না। তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বানচালের চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। আগামী নির্বাচনে অংশ না নিলে চেয়ারপারসনের পদটিও হারাবেন তিনি। আর সেটা হলে বিএনপির মৃত্যু ঘটবে। কিন্তু আমরা চাই না বিএনপির মৃত্যু ঘটুক।

সোমবার দুপুরে শিল্পকলা একাডেমিতে শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন টয়েল, কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এমএ করীম, স্বাধীনতা শিক্ষক পরিষদের মহাসচিব শাজাহান সাজু প্রমুখ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট