৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, জুন ৩, ২০১৭
সিলেটের কানাইঘাট রাজাগঞ্জ ইউপির দাওয়াদারী গ্রামে পূর্ব বিরোধের জেরে গ্রামের বড় মসজিদে শুক্রবার জুমআর নামাজের পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সংঘর্ষ থামাতে গিয়ে কানাইঘাট থানার এসআই রাজীব মন্ডল আহত হয়েছেন বলে জানান ওসি (তদন্ত) মো. নুনু মিয়া। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
সংঘর্ষের খবর পেয়ে দ্রুত কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আহাদের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
জানা যায়, গত রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে রাজাগঞ্জ ইউপির ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য দাওয়াদারী গ্রামের রইছ উদ্দিন ও একই গ্রামের ইলিয়াস গংদের মধ্যে বিরোধ চলে আসছিল। তিন দিন পূর্বে ধানের হালির চারা নিয়ে সাবেক ইউপি সদস্য রইছ মেম্বারের ভাতিজা ফয়ছলকে ইলিয়াস আলীর ভাতিজা কুতুব উদ্দিন সহ কয়েকজন মারধর করে। বিষয়টি নিষ্পত্তি করার লক্ষ্যে সালিশ বৈঠক ডাকা হয় । বৈঠকে একপর্যায়ে দু’পক্ষের মধ্যে বাক-বিতন্ডা করে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষের জড়িয়ে পড়ে।
খবর পেয়ে রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, ইউপি সদস্য শরফ উদ্দিন ঘটনাস্থলে এ নিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানিয়েছেন পুলিশ সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কেউই অভিযোগ দায়ের করেনি বলে জানিয়েছেন ওসি।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D