২০শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৩ পূর্বাহ্ণ, জুন ১, ২০১৭
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজনীতিবিদ, পেশাজীবী, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকদের অংশগ্রহণে সিলেট অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
বুধবার নগরীর জিন্দাবাজারস্থ অভিজাত রেস্টুরেন্ট স্পাইসিতে অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল যেন সকল পেশাজীবীদের মিলনমেলায় পরিনত হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সিলেট অনলাইন প্রেসক্লাবরে সভাপতি মুহিত চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, ক্লাবের কোষাধক্ষ্য ও ইফতার উপ-কমিটির আহবায়ক মেহেদী কাবুল। মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম।
প্রেসক্লাবরে সহ-সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে প্রেসক্লাব সভাপতি কবি মুহিত চৌধুরী বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাব সিলেটে কর্মরত অনলাইন গণমাধ্যমকর্মীদের প্রতিনিধিত্ব করছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি অনলাইন প্রেসক্লাবের অগ্রযাত্রায় সকলের সর্বাতœক সহযোগীতা কামনা করেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান পিপিএম, সিলেট মেট্টোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, স্থানীয় সরকার বিভাগ সিলেটের পরিচালক দেবজিৎ সিনহা, সিলেটের পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, র্যার-৯ এর মিডিয়া অফিসার মাঈনুদ্দিন চৌধুরী, জেলা পুলিশের মূখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) সুজ্ঞান চাকমা, এসএমপির মূখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুছা, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি আসমা কামরান, সিলেট প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক কলামিষ্ট সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য আপ্তাব চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাফুফের সদস্য মাহিউদ্দিন আহমদ সেলিম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যডভোকেট হোসেন আহমদ, জেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুন নুর (নূর মিয়া), জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক এ্যড. নাসির উদ্দিন খান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম সোয়েব, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আরমান আহমদ শিপলু, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট-এর সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা, মহানগর বিএনপির যুগ্ন সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আ.ন.ম ওহিদ কনা মিয়া, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত শাহ ফরিদী, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইবকাল মাহমুদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সাহিত্য সম্পাদক আব্দুল মুকিত অপি, সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য আলমগীর হোসেন, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এস. সুটন সিংহ, বাংলাদেশ বেতারের প্রতিনিধি শফিকুর রহমান চৌধুরী, মাছরাঙ্গা টিভির সিলেট ব্যুরো প্রধান সাকির আহমদ, সকালের খবর’র সিলেট ব্যুরো প্রধান ফারুক আহমদ, আজকের সিলেট ডটকম’র বার্তা সম্পাদক মোজাম্মেল হোসেন রুবেল।
এর আগে ইফতার মাহফিলে আগত অতিথিদের অভ্যর্থনা জানান সিলেট অনলাইন প্রেসক্লাবরে তথ্য ও প্রযুক্তি সম্পাদক কে.এ রহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তোফায়েল আহমদ, নির্বাহী সদস্য আব্দুল মুহিত দিদার, শিব্বির আহমদ ওসমানী।
ক্লাবের সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আফরোজ খান, রু“হুল আমীন নগরী, তাওহিদুল ইসলাম, তানভীর তালুকদার, আতিকুর রহমান ছামি, খছরুজ্জামান পারভেজ, মাসুদ আহমদ রনি, রাহিবুর রহমান ফয়সল, মোঃ কামাল আহমদ, শাহিদ আহমদ হাতিমী, সেলিম আহমদ, শহিদুর রহমান জুয়েল, মোঃ তাওহীদ হোসেন রাসেল, মোঃ জুনায়েদ আহমদ, মোঃ সাইফুল ইসলাম, এম রহমান ফারুক, এম এ ওয়াহিদ চৌধুরী, শাহজাহান শাহেদ। সহযোগী সদস্য আলতাফুর রহমান আনসার, মোঃ জাবেদ খান, মোঃ আলমগীর আলম, মোঃ হাসান বখস।
EDITOR & PABLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Executive Editor : M A Malek
UK Correspondent : Moheuddin Alamgir USA Correspondent : Abul Kashem Murshed
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01711912127
Design and developed by M-W-D