ভার্থখলা এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, মে ২৮, ২০১৭

ভার্থখলা এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নগরীর ভার্থখলা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় প্রায় সাড়ে ৬ লাখ টাকা মূল্যমানের ১৫৮৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃতরা হচ্ছে- দক্ষিণ সুরমার ভার্থখলা গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে রুমন মিয়া (২০) ও একই থানার ধরাধরপুর গ্রামের মৃত মোজাহেদ আলীর ছেলে শাহিনুজ্জামান শাহিন (৪৭)।

র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। আটককৃত দুজনকে মাদকসহ দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে এতে বলা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট