জিয়ার মৃত্যুবার্ষিকীতে দুস্থদের পাশে দাঁড়ানোর আহবান সিলেট মহানগর বিএনপির

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, মে ২৮, ২০১৭

জিয়ার মৃত্যুবার্ষিকীতে দুস্থদের পাশে দাঁড়ানোর আহবান সিলেট মহানগর বিএনপির
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী আগামী মঙ্গলবার (৩০ মে)। এদিনকে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্যে মহানগর বিএনপির অর্ন্তগত প্রতিটি ওয়ার্ডে সুবিধাজনক সময়ে দোয়া মাহফিল ও দুস্থ অসহায় মানুষের মাঝে সাধ্যানুযায়ী ইফতার বা খাদ্য সামগ্রী বিতরণের আহবান জানানো হয়েছে।

নগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক মো. বদরুজ্জামান সেলিম ওয়ার্ড নেতৃবৃন্দের প্রতি এ আহবান জানান।

আগামী ৩০ মে মঙ্গলবার বাদ আছর স্থানীয় মজুমদারী মাঠে শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমাজের অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচী নেয়া হয়েছে।

এতে বিএনপি নেতাকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী ইতিমধ্যে গত ১ মে স্থানীয় মুসলিম সাহিত্য সংসদের মিলনায়তনে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট