নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, মে ২০, ২০১৭

নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

নরসিংদী : নরসিংদী শহরতলীর বাইরে গাবতলী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব। শনিবার বিকাল চারটায় র‌্যাব-১১ এর একটি দল বাড়িটি ঘিরে ফেলে।

র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি আলেক উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘জঙ্গি সন্দেহে ওই বাড়িটি আমরা বিকাল চারটা থেকে ঘিরে রেখেছি। আমরা সন্দেহ করছি, বাড়িটিতে জঙ্গি রয়েছে।’

তিনি বলেন, ‘ঢাকা থেকে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এর অধিনায়ক ঘটনাস্থলে আসছেন। তারা আসার পর অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে ভেতরে কারা ও কত জন আছে তা এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।’

এদিকে, র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, ‘জঙ্গি আস্তানা সন্দেহে আমরা ঘণ্টা দুয়েক ধরে শহরের পাশের গাবতলী এলাকায় একটি নির্মাণাধীন ভবন ঘিরে রেখেছি। ভবনটির নিচতলায় সন্দেহভাজন জঙ্গিরা রয়েছে বলে আমরা ধারণা করছি।’

তিনি বলেন, ‘আমাদের একটি দল এ মুহূর্তে ঘটনাস্থলটি ঘিরে রেখেছে। আমিও নারায়ণগঞ্জ থেকে নরসিংদীর পথে রওনা হয়েছি। ঘটনাস্থলে র‌্যাবের আরো ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছেন। তাদের উপস্থিতির পর অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম বলেন, ‘অভিযানটি র‌্যাবের। আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। আমাদের পুলিশ সদস্যরাও সেখানে রয়েছে।’

আমাদের নরসিংদী প্রতিনিধি জানান, কয়েক মাস আগে বাড়িটি ভাড়া নেয় সন্দেহভাজনরা। এটি এক প্রবাসীর দুইতলা নির্মাণাধীন বাড়ি। বাড়ির মালিকের নাম মাঈনুদ্দীন। তবে তার পরিবার গ্রামে থাকেন। বাড়িটির নিচতলার কাজ শেষ হলে কয়েক মাস আগে তা ভাড়া দেয়া হয়। তবে বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের ব্যাপারে গণমাধ্যমকে এখনো কোনো তথ্য দেননি আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।